অগ্রহায়ণ সংক্রান্তিতে ছোট মকর
ধ্রুব মাহাত।
ছোট মকরের মধ্য দিয়ে সারা জঙ্গলমহল ব্যাপী শুরু হয়ে গেল টুসু পরব। মাদলের তালে, টুসুর গান ও মোরগ লড়াইয়ের মধ্য দিয়ে একমাস মেতে থাকে এখানে বসবাসকরী কুড়মি ও তপশিলি সম্প্রদায়ের কয়েক লক্ষ মানুষ।।
অগ্রহায়ণ মাসের সংক্রান্তির দিনটি ছোট মকর হিসেবে পালন করে থাকে জঙ্গলমহলের মানুষেরা। কারণ এখানে বসবাসকারী বেশিরভাগ মানুষই কৃষিজীবি এবং তারা কৃষিকার্য করে থাকে অত্যন্ত নিয়ম ও নিষ্ঠার মধ্য দিয়ে। এই সময় আমন ধান কাটা ও ঘরে তোলার কাজ হয়ে থাকে। কৃষকেরা ধান কাটার সময় যে জমিতে সর্বশেষ ধান কাটে সেখানে। ১১/১৫ গাছির ধান গাছ না কেটে সযত্নে রেখে দেয় ক্ষেত্রলক্ষ্মী স্বরূপ হিসেবে। পরবর্তী সময়ে সব জমির ধান ঘরে তোলা হয়ে গেলে ওই দিনটিতে গৃহকর্তা বা কর্ত্রী উপোস থেকে সন্ধ্যার সময় জমিতে ছেড়ে আসা ধানের গাছি শাঁখ বাজিয়ে বাড়ির আঙিনায় যেখানে ধানের গাদা রয়েছে সেখানে নিয়ে এসে আলপনা সহযোগে কাঠের পিঁড়িতে রেখে ক্ষেত্রলক্ষ্মী রূপে পূজা করে। অনেকে আবার জমিতেও পুজো করে বাড়িতে নিয়ে আসে। উল্লেখ্য অবশ্যই ওই দিনটিতে প্রতিটি বাড়িতে বিভিন্ন ধরনের পিঠে - পুলির আয়োজন করা হয়। পরের দিন বিশ্রাম পালন করে। ধান ঝাড়াইয়ের এর কাজ শেষ হলে ধানের গাছিকে মাচায় তুলে রাখে।
অগ্রহায়ণ সংক্রান্তিতে ছোট মকর
এরপর ধান কাটা ও তোলার কাজ সেরে ১ পৌষ থেকে শুরু হয় টুসু পরব যা চলে একমাস ব্যাপী, পৌষ সংক্রান্তির দিন টুসু পরবের নাচ - গানের মধ্য দিয়ে এই পরবের পরিসমাপ্তি ঘটে। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী অঞ্চলের আদি জনজাতির জনজীবনে যে সমস্ত প্রাচীন সংস্কৃতি এখনো বেঁচে আছে তার মধ্যে ছোট মকর ও টুসু পরব অন্যতম।। বর্তমান সময়ে শুধু কুড়মি বা তপশিলী সম্প্রদায় নয়, এই অঞ্চলের সমগ্র জনজাতি মেতে উঠে এই উৎসবে।
midnapore.in
(Published on 16.12.2022)