লেখক শিক্ষকতা করেন। ছোট থেকেই লেখালেখি নিয়ে থাকেন। কলকাতা থেকে প্রকাশিত একটি দৈনিকের সাংবাদিক ছিলেন। লোকসংস্কৃতি ও আঞ্চলিক ইতিহাসের ক্ষেত্রসমীক্ষার প্রতি আগ্রহ। কয়েকটি বই প্রকাশিত হয়েছে। ভাস্করবাবু মিডনাপুর-ডট-ইন (midnapore.in) -এর আজীবন সদস্য।
● বাঙলার "চড়ক গাজন" আসলে শিবের বিয়ের উৎসব।
● নববর্ষের লোকাচারে সংস্কৃতিবান বাঙালি।