ছেঁড়া, পরোটা, Petai parotta, ভাতঘর, শ্যামচাঁদপুর, সীতারাম, জীউ, বিদ্যামন্দির

বাজাজ এম.এইট্টি | ভাতঘর ২

Memories of Sitaram Jew Vidyamandir (Shyamchandpur)

তপন কুমার রনজিৎ।


দোকানদার থেকে খরিদ্দার সকলে ব্যস্ত হয়ে উঠল ৷ দেবদূতের মতো বাজাজ এম.এইট্টি নিয়ে হাজির এল.আই.সি.আই 'র সমাজবন্ধু ৷

দু তিন জন একসাথে বলে উঠল , ইয়া প্রভাত, তুমি তো শোলিডিহার দিকে যাও ?

আজ কী ওদিকে যাবে ?

ইনাকে লিয়ে যাও তো - শ্যামচাঁদপুরে ছেড়ে দেবে ৷

মিনিট কুড়ি দেরী হবে বলে - তিনি অদৃশ্য হলেন ৷



গাড়ীর খোঁজ করতে 'একজন হেসে উত্তর দিলেন, সাড়ে এগারোটায় মেদিনীপুর শোলিডিহা বাস মেদিনীপুর ছাড়ে, মন্ডলকুপী কালিমন্দির হয়ে শ্যামচাঁদপুরে বেলা একটা পাঁচে পৌঁছায়৷


সীতারাম জীউ বিদ্যামন্দির , ভাতঘর, শ্যামচাঁদপুর, -তপন কুমার রনজিৎ
বাজাজ এম.এইট্টি ৷ ছবি - অরিন্দম ভৌমিক।

মিনিট দশেকের মধ্যেই প্রভাতবাবু ফেরৎ এলেন ৷ বললেন, " উঠুন " ৷ আমার জীবনের দায় সঁপে দিলাম দু চাকা যানের পেছন সিটে।

লাল মাটির ধূলা উড়িয়ে, দুপাশে নেড়া শাল জঙ্গল ভেদকরে, লাল পুকুরের বাঁকে দুপাশে বিস্তৃর্ন আলুর ক্ষেত পেছনে ফেলে চলেছি ভুটভুট শব্দ শুনতে শুনতে ৷ প্রকৃতির প্রাকৃতিক সৌন্দর্যের হাতছানি ৷



উত্তর' দিগন্তে আড়াবাড়ীর পরিকল্পিত সবুজ মেঘমালায় স্বর্ণালী আভায় হারিয়ে গেল ঠিকানা ৷ পলাশ কুঁড়ির রক্তিম নিমন্ত্রনে অলস মাদকতায় চোখ ঢুলু ঢুলু ৷


সীতারাম জীউ বিদ্যামন্দির , ভাতঘর, শ্যামচাঁদপুর, -তপন কুমার রনজিৎ
কৃষি দেবতা ভীম হুড়া। ছবি - অরিন্দম ভৌমিক।

কাপাসের লাল হলুদ রঙে বিস্মৃত হাড়হিম করা গোলাবারুদের গন্ধ ৷

পৌঁছালাম ৷ শ্যামচাঁদপুরের রথতলা৷ সামনেই কৃষি দেবতা ভীম হুড়া ,আগের রাতে ( মাঘ মাসের শুক্লা একাদশী ) পূজিত হয়েছেন ৷ ছড়িয়ে ছিটিয়ে ফুল পাতা | ছাউনি বিহীন ভীম দেবতা ঠায় দাঁড়িয়ে রোদে জলে। ১৬ ফুটের দশাসই ভীম দেবতাকে দেখে ভয়ে ভক্তির উদ্রেক হল।



লাল মাটির গ্রামীণ জনজাতির প্রেমেবাঁধা পড়লাম৷ টান অনুভূত হল ভাতঘরে ৷

দুচাকার যান , সিধু কানু সংঘের গা ঘেঁষে দাঁড়ালো অফিস ঘরের সামনে নারকেল তলায় ৷


midnapore.in

(Published on 25.02.2022)