দক্ষিণ দামোদর পুর (নন্দকুমার, পূর্ব মেদিনীপুর) | Dakshin Damodarpur (Nandakumar, Purba Medinipur)

দক্ষিণ দামোদর পুর (নন্দকুমার, পূর্ব মেদিনীপুর)

Dakshin Damodarpur (Nandakumar, Purba Medinipur)

দীপসুন্দর দিন্ডা।


পুর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত ৪ নম্বর চক শিমুলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্যতম একটি গ্রাম হল দক্ষিণ দামোদর পুর। জে এল নং ২৮, গ্রাম্য পরিবেশের এক আদর্শ উদাহরণ হল আমাদের এই গ্রাম। গ্রামটি আয়তনে প্রায় বর্গাকার ২ কি. মি. বিস্তৃত। গ্রামের পূর্ব দিকে দক্ষিণ হাটগেছিয়া, পশ্চিমে চক শিমুলিয়া, উত্তরে বহরমপুর এবং দক্ষিণে পান্ডব বসান গ্রাম অবস্থিত।


দক্ষিণ দামোদর পুর (নন্দকুমার, পূর্ব মেদিনীপুর) | Dakshin Damodarpur (Nandakumar, Purba Medinipur)
দক্ষিণ দামোদর পুর (নন্দকুমার, পূর্ব মেদিনীপুর) | Dakshin Damodarpur (Nandakumar, Purba Medinipur)


দক্ষিণ দামোদর পুর (নন্দকুমার, পূর্ব মেদিনীপুর) | Dakshin Damodarpur (Nandakumar, Purba Medinipur)
দক্ষিণ দামোদর পুর (নন্দকুমার, পূর্ব মেদিনীপুর) | Dakshin Damodarpur (Nandakumar, Purba Medinipur)

গ্রামটি তিনটি পাড়ায় বিভক্ত- উত্তর পাড়া, দক্ষিণ পাড়া ও পশ্চিম পাড়া। তিনটি পাড়া মিলিয়ে প্রায় ৬০০ পরিবার ও প্রায় ৪০০০ জন বসবাস করেন। এখানে দিন্ডা, সামন্ত, মাইতি, জানা, বেরা, মন্ডল, মাজী, বাগ, পাড়ুই ইত্যাদি পদবীধারী মানুষের বসবাস। গ্রামের মধ্যে একটা প্রাথমিক বিদ্যালয় আছে যার নাম দক্ষিণ দামোদর পুর প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও তিনটি পাড়ায় তিনটে অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে এবং একটি জুনিয়র হাইস্কুল আছে।


দক্ষিণ দামোদর পুর (নন্দকুমার, পূর্ব মেদিনীপুর) | Dakshin Damodarpur (Nandakumar, Purba Medinipur)
দক্ষিণ দামোদর পুর (নন্দকুমার, পূর্ব মেদিনীপুর) | Dakshin Damodarpur (Nandakumar, Purba Medinipur)


দক্ষিণ দামোদর পুর (নন্দকুমার, পূর্ব মেদিনীপুর) | Dakshin Damodarpur (Nandakumar, Purba Medinipur)
দক্ষিণ দামোদর পুর (নন্দকুমার, পূর্ব মেদিনীপুর) | Dakshin Damodarpur (Nandakumar, Purba Medinipur)

গ্রামের শিক্ষিতের হার খুব ভালো এবং বেশ কিছু জন ভালো মানের সরকারি চাকরি করেন। গ্রামের তিনটি পাড়া ছাড়াও এর উত্তর প্রান্তে একটি পিছিয়ে পড়া জাতি বসবাস করে, যারা একটা সময় সাপ ধরা ও সাপ খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করত। তবে সময়ের সাথে সাথে তারাও সরকারের উদ্যোগে লেখাপড়া শিখে এখন অনেক এগিয়ে এসেছে।


দক্ষিণ দামোদর পুর (নন্দকুমার, পূর্ব মেদিনীপুর) | Dakshin Damodarpur (Nandakumar, Purba Medinipur)
দক্ষিণ দামোদর পুর (নন্দকুমার, পূর্ব মেদিনীপুর) | Dakshin Damodarpur (Nandakumar, Purba Medinipur)


দক্ষিণ দামোদর পুর (নন্দকুমার, পূর্ব মেদিনীপুর) | Dakshin Damodarpur (Nandakumar, Purba Medinipur)
দক্ষিণ দামোদর পুর (নন্দকুমার, পূর্ব মেদিনীপুর) | Dakshin Damodarpur (Nandakumar, Purba Medinipur)

এই গ্রামের মধ্যেই অবস্থিত আমাদের চক শিমুলিয়া গ্রাম পঞ্চায়েত এবং একটি ২০ বেডের গ্রামীণ সাস্থ্য কেন্দ্র। যেখানে ডাক্তার বাবু এবং নার্স সবসময় থেকে জনসাধারণের জন্য পরিষেবা প্রদান করে থাকে। গ্রামের প্রায় সব বাড়িই পাকা বাড়ি তবে এখনও কিছু মাটির তৈরি বাড়ি রয়ে গেছে।


দক্ষিণ দামোদর পুর (নন্দকুমার, পূর্ব মেদিনীপুর) | Dakshin Damodarpur (Nandakumar, Purba Medinipur)
দক্ষিণ দামোদর পুর (নন্দকুমার, পূর্ব মেদিনীপুর) | Dakshin Damodarpur (Nandakumar, Purba Medinipur)


দক্ষিণ দামোদর পুর (নন্দকুমার, পূর্ব মেদিনীপুর) | Dakshin Damodarpur (Nandakumar, Purba Medinipur)
দক্ষিণ দামোদর পুর (নন্দকুমার, পূর্ব মেদিনীপুর) | Dakshin Damodarpur (Nandakumar, Purba Medinipur)

এই গ্রামের মূল আর্থিক রোজগার হল কৃষিকাজ, তারমধ্যে অন্যতম হল পান চাষ। এছাড়াও সারাবছর দু ফসল ধান চাষ হয় যেটি হয় মুলতঃ রুপ নারায়ন নদী থেকে আসা খালের জলের উপর নির্ভরশীল। আবার কেউ কেউ সবজি ফলিয়েও সংসার চালায়। গ্রামের প্রায় সব বাড়িতেই বৈদ্যুতিক সংযুক্ত আছে।


দক্ষিণ দামোদর পুর (নন্দকুমার, পূর্ব মেদিনীপুর) | Dakshin Damodarpur (Nandakumar, Purba Medinipur)
দক্ষিণ দামোদর পুর (নন্দকুমার, পূর্ব মেদিনীপুর) | Dakshin Damodarpur (Nandakumar, Purba Medinipur)


দক্ষিণ দামোদর পুর (নন্দকুমার, পূর্ব মেদিনীপুর) | Dakshin Damodarpur (Nandakumar, Purba Medinipur)
দক্ষিণ দামোদর পুর (নন্দকুমার, পূর্ব মেদিনীপুর) | Dakshin Damodarpur (Nandakumar, Purba Medinipur)

গ্রামের দক্ষিণ প্রান্ত দিয়ে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অন্তর্গত একটি পিচের তৈরী পাকা রাস্তা আছে, যেটি ন্যাশনাল হাইওয়ে ১১৬-এর সাথে যুক্ত করেছে আর ঐ রাস্তায় দুটো বাস এবং ট্রেকার চলাচল করে। তাই যোগাযোগ ব্যবস্থা ভীষন ভালো, আর গ্রামের ভেতরে চলাফেরার জন্য গ্রামীণ রাস্তা ঘাট ছাড়াও এখন সরকারের উদ্যোগে সব বেশিরভাগ ঢালাই করা।


দক্ষিণ দামোদর পুর (নন্দকুমার, পূর্ব মেদিনীপুর) | Dakshin Damodarpur (Nandakumar, Purba Medinipur)
দক্ষিণ দামোদর পুর (নন্দকুমার, পূর্ব মেদিনীপুর) | Dakshin Damodarpur (Nandakumar, Purba Medinipur)

গ্রামের মানুষের পানিয় জলের মুল উৎস হ্যান্ড পাম্প, এখানে প্রতি সোমবার ও শুক্রবার বিকেলে এই গ্রামের মাঝখানে একটি হাট বসে যেখানে পাশের গ্রাম ও অঞ্চল থেকে বহু মানুষ কেনাকাটা করতে আসেন। এই হাটটি অর্থনৈতিক ভাবে এই গ্রামের বেশ সহযোগী।


দক্ষিণ দামোদর পুর (নন্দকুমার, পূর্ব মেদিনীপুর) | Dakshin Damodarpur (Nandakumar, Purba Medinipur)
দক্ষিণ দামোদর পুর (নন্দকুমার, পূর্ব মেদিনীপুর) | Dakshin Damodarpur (Nandakumar, Purba Medinipur)

এই গ্রামের একটি শীতলা মায়ের পূজো আয়োজন হয় যেটি অনেক শতাধিক বছরের পুরনো। পুজোটি পালা করে তিনটে পাড়াতে আয়োজন হয় বছর বছর। এই অনুষ্ঠান কে কেন্দ্র করে বিভিন্ন লোক সংস্কৃতি মুলক অনুষ্ঠান আয়োজিত হয়। যেমন যাত্রা, কবিগান, পুতুলনাচ প্রভৃতি। এই গ্রামের সাংস্কৃতিক পরিবেশও খুব ঈর্ষনীয়। তিনটে পাড়ার প্রতি পাড়াতেই একাধিক ক্লাব থাকার জন্য বছর ভর বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও আরও সেবামূলক কাজকর্ম চলতে থাকে। সবমিলিয়ে আমাদের এই গ্রামকে একটি আদর্শ গ্রাম বলা যায়।


midnapore.in

(Published on 23.07.2022)