সুজাগঞ্জের জগন্নাথ মন্দির : পোড়ামাটি ও দারুশিল্পের বিবরণ  | Jagannath Temple of Sujaganj: Description of Pottery and Woodwork

সুজাগঞ্জের জগন্নাথ মন্দির : পোড়ামাটি ও দারুশিল্পের বিবরণ

Jagannath Temple of Sujaganj: Description of Pottery and Woodwork

সুতনু ঘোষ।


মেদিনীপুর শহরের সুজাগঞ্জ এলাকার শ্রীশ্রী জগন্নাথদেব জীউ মন্দিরের প্রতিষ্ঠালিপি থেকে জানা যায় মন্দিরটি ১৮৫১ খ্রীষ্টাব্দে প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠালিপিটি এইরকম -"শ্রীজগন্নাথ বাসার্থং শ্রীজগন্নাথ মন্দিরং/শ্রীজগন্নাথ পদাব্জাস্তৈঃ তাম্বুলিনি করৈঃ কৃতং/ শুভমস্তু সকাব্দা ১৭৭৩"।


সুজাগঞ্জের জগন্নাথ মন্দির : পোড়ামাটি ও দারুশিল্পের বিবরণ  | Jagannath Temple of Sujaganj: Description of Pottery and Woodwork
সুজাগঞ্জের জগন্নাথ মন্দির : পোড়ামাটি ও দারুশিল্পের বিবরণ | Jagannath Temple of Sujaganj: Description of Pottery and Woodwork

মেদিনীপুর শহরের মল্লিক বংশের জমিদার জন্মেঞ্জয় মল্লিক মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন বলে জানা যায়। শিববাজার পল্লীতে মল্লিক পরিবারের পুরোনো বিশালাকার বসতবাটি , রাধাকান্তজীউর মন্দির, দ্বাদশ শিবালয় , রাসমঞ্চ আজও রয়েছে। আমাদের আলোচ্য সুজাগঞ্জের জগন্নাথদেবের মন্দিরটি দক্ষিণমুখী , চারচালা জগমোহনযুক্ত, নবরথ বিভাজনপূর্ণ প্রায় ৭০ ফুট উচ্চতার শিখর দেউল। বিমানটির গায়ে বেশ কয়েকটি প্রতিকৃতি দ্বার নির্মাণ করা হয়েছে। শীর্ষে আমলক , পেতলের কলস , বিষ্ণুচক্র, ধ্বজ বর্তমান। সামনের জগমোহনটির ছাদের ওপর পীঢ়া রীতির প্রয়োগ করার ফলে চাক্ষুষ দর্শনে মন্দিরটি বেশ আকর্ষণীয় মনে হয়।



গর্ভগৃহে জগন্নাথ বলরাম ও সুভদ্রার সুদৃশ্য কাঠের বিগ্রহ রয়েছে । মন্দির চত্বরে ঢোকার মুখে গরুড়স্তম্ভ, নহবতখানা, নাটমন্দির, তুলসীমঞ্চ বর্তমান। গরুড়স্তম্ভের নীচে লেখা- "শ্রী গোপালচন্দ্র দাস সাং বিবিগঞ্জ ১৩২৬/১ বৈশাখ পুনঃপ্রতিষ্ঠিত শ্রী মৃত্যুঞ্জয় রক্ষিত ১৩৫১"। তুলসীমঞ্চটি ত্রিরথ কাঠামোর দেউলের আদলে নির্মিত। এটির গঠনশৈলী দেখলে বরাকরের বেগুনিয়া দেউলের কথা মনে পড়ে।


সুজাগঞ্জের জগন্নাথ মন্দির : পোড়ামাটি ও দারুশিল্পের বিবরণ  | Jagannath Temple of Sujaganj: Description of Pottery and Woodwork
সুজাগঞ্জের জগন্নাথ মন্দির : পোড়ামাটি ও দারুশিল্পের বিবরণ | Jagannath Temple of Sujaganj: Description of Pottery and Woodwork

জগন্নাথ মন্দিরের বিমান ও জগমোহনের গায়ে কিছু পোড়ামাটির ফলক বর্তমান । রঙের প্রলেপ পড়ায় সৌন্দর্যহানি হয়েছে এইসব সূক্ষ অলংকরণের। এইসব টেরাকোটার বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। সাথে মন্দিরের দরজার কাঠ খোদাইয়ের কাজের বিষয়বস্তু তুলে ধরব।


সুজাগঞ্জের জগন্নাথ মন্দির : পোড়ামাটি ও দারুশিল্পের বিবরণ  | Jagannath Temple of Sujaganj: Description of Pottery and Woodwork
সুজাগঞ্জের জগন্নাথ মন্দির : পোড়ামাটি ও দারুশিল্পের বিবরণ | Jagannath Temple of Sujaganj: Description of Pottery and Woodwork

সামনের পীঢ়া রীতির ছাদযুক্ত চারচালা জগমোহনের দক্ষিণ , পূর্ব ও পশ্চিম দিকে সারিবদ্ধভাবে কিছু আকর্ষণীয় টেরাকোটার ফলক রয়েছে । সামনের দেওয়ালের এককোণে নীচ থেকে উপর বরাবর বিষ্ণুর দশাবতার মূর্তির দেখা মেলে। অবতার অর্থাৎ পরমসত্ত্বার কোনও বিশেষ উদ্দেশ্য সাধনে মর্ত্যে অবতীর্ণ রূপ। এখানে ক্রমান্বয়ে যে দশাবতার ফলকগুলি বর্তমান সেগুলি হল - মৎস্য , কূর্ম , বরাহ , নরসিংহ, বামন, দাশরথী রাম, বলরাম, পরশুরাম, জগন্নাথ বলরাম সুভদ্রা ও কল্কি। নরসিংহ অবতারের ফলকে স্তম্ভের ব্যবহার রয়েছে। মন্দিরগাত্রের ভাস্কর্যে তিনজন রামের পরে নবম অবতারের তারতম্য হতে দেখা যায়। যেমন , বুদ্ধ রূপে বা চৈতন্যদেব রূপে বা জগন্নাথ বলরাম সুভদ্রার রূপে উপস্থিতি দেখা যায়। সুজাগঞ্জের জগন্নাথদেবের মন্দিরের গায়ে জগন্নাথ বলরাম সুভদ্রা মূর্তি জায়গা করে নিয়েছে টেরাকোটার নবম অবতারের ফলকরূপে। কল্কি অবতারের পরে একটি বংশীবাদক কৃষ্ণের ফলক রাখা হয়েছে। জগমোহনের পশ্চিম দেওয়ালের গায়ে রয়েছে বেশ কয়েকটি উল্লেখযোগ্য ফলক। দশমহাবিদ্যা ও সপ্তমাতৃকার মধ্যে থেকে কয়েকটি ফলক রয়েছে এখানে। হংসবাহিনী ব্রহ্মাণী দেবী , ষাঁড়ের পিঠে অধিষ্ঠিতা মাহেশ্বরী, গরুড়ের ওপর অধিষ্ঠিতা বৈষ্ণবী, ময়ূরবাহিনী দেবী কৌমারী, হাতির পিঠে অধিষ্ঠিতা দেবী ইন্দ্রানী প্রভৃতি পোড়ামাটির মূর্তি রয়েছে। এখানে ষোড়শী দেবীকে মহাদেবের নাভিপদ্মের উপর অধিষ্ঠিতা হিসেবে দেখানো হয়েছে। এছাড়া পদ্মের উপর দেবী ভৈরবী এবং সিংহবাহিনী দেবী অম্বিকা বা দুর্গা প্রভৃতি ফলক দেখা যায়। জগমোহনের পূর্ব দেওয়ালে চৌকিতে বসা রাজপুরুষ, ঢোলকবাদক, সাধুসন্ত, কয়েকটি অলসকন্যার ফলক রয়েছে। রেখ দেউলের পূর্বদিকের দেওয়ালে কেদারায় বসে সাহেবদের পাইপে তামাক সেবন দৃশ্য, কয়েকটি মিথুন দৃশ্য, কীর্তনীয়া, ঢোলকবাদক, ভায়োলিন বাদক, সেতার বাদক প্রভৃতি অলংকরণ রয়েছে।


সুজাগঞ্জের জগন্নাথ মন্দির : পোড়ামাটি ও দারুশিল্পের বিবরণ  | Jagannath Temple of Sujaganj: Description of Pottery and Woodwork
সুজাগঞ্জের জগন্নাথ মন্দির : পোড়ামাটি ও দারুশিল্পের বিবরণ | Jagannath Temple of Sujaganj: Description of Pottery and Woodwork

মন্দিরের টেরাকোটার কাজে যেমন রামায়ণ , কৃষ্ণলীলা , মহাভারত , নানা পৌরাণিক কাহিনী ও সামাজিক দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছিল ঠিক তেমনই কাঠের খোদাইয়ের কাজগুলিতেও উল্লিখিত এইসকল বিষয়বস্তুর আধিক্য দেখা যায়। এই জগন্নাথ মন্দিরের দরজার কাজগুলিও খুবই সুন্দর ও নানাবিধ বিখ্যাত বিষয়গুলি চয়ন করা হয়েছে এর অলংকরণের জন্য। বিষ্ণুর অবতারগুলির মধ্যে কূর্ম, নৃসিংহ, বামন, রাম ও সীতা , কৃষ্ণ বলরাম, জগন্নাথ বলরাম সুভদ্রা , কল্কি প্রভৃতি রয়েছে। রয়েছে ষড়ভুজ গৌরাঙ্গের একটি সুদৃশ্য মূর্তি। অপর একটি গুরুত্বপূর্ণ দৃশ্য বৃষকেতুবধ। ব্রাহ্মণরূপী কৃষ্ণের ইচ্ছাপূরণের জন্য কর্ণ নিজের ছেলে বৃষকেতুকে হত্যা করেছিল। শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হয়ে বৃষকেতুর জীবনদান করেছিলেন। দরজাতে কৃষ্ণকালীর একটি দৃশ্য দেখানো হয়েছে। জটিলা ও কুটিলার মাধ্যমে খবর পেয়ে কৃষ্ণ ও রাধাকে হাতেনাতে ধরতে অস্ত্রহাতে ছুটে যান আয়ান ঘোষ। কৃষ্ণ আগে থেকেই কৃষ্ণকালীর রূপ ধারণ করেছিলেন এবং পদতলে বসে রাধারানী তার উপাসনা করছিলেন। আয়ান ঘোষ ঘটনাস্থলে এসে এইরূপ প্রত্যক্ষ করে ভক্তিরসে সিক্ত হয়েছিলেন। কৃষ্ণকালীর আরাধনা বৈষ্ণব ও শাক্ত উভয়ের মধ্যেই বহুল প্রচলিত।


সুজাগঞ্জের জগন্নাথ মন্দির : পোড়ামাটি ও দারুশিল্পের বিবরণ  | Jagannath Temple of Sujaganj: Description of Pottery and Woodwork
সুজাগঞ্জের জগন্নাথ মন্দির : পোড়ামাটি ও দারুশিল্পের বিবরণ | Jagannath Temple of Sujaganj: Description of Pottery and Woodwork

মেদিনীপুর শহরের মল্লিক বংশের জমিদার জন্মেঞ্জয় মল্লিক মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন বলে জানা যায়। শিববাজার পল্লীতে মল্লিক পরিবারের পুরোনো বিশালাকার বসতবাটি , রাধাকান্তজীউর মন্দির, দ্বাদশ শিবালয় , রাসমঞ্চ আজও রয়েছে। আমাদের আলোচ্য সুজাগঞ্জের জগন্নাথদেবের মন্দিরটি দক্ষিণমুখী , চারচালা জগমোহনযুক্ত, নবরথ বিভাজনপূর্ণ প্রায় ৭০ ফুট উচ্চতার শিখর দেউল। বিমানটির গায়ে বেশ কয়েকটি প্রতিকৃতি দ্বার নির্মাণ করা হয়েছে। শীর্ষে আমলক , পেতলের কলস , বিষ্ণুচক্র, ধ্বজ বর্তমান। সামনের জগমোহনটির ছাদের ওপর পীঢ়া রীতির প্রয়োগ করার ফলে চাক্ষুষ দর্শনে মন্দিরটি বেশ আকর্ষণীয় মনে হয়।



সুজাগঞ্জের জগন্নাথ মন্দির : পোড়ামাটি ও দারুশিল্পের বিবরণ  | Jagannath Temple of Sujaganj: Description of Pottery and Woodwork
সুজাগঞ্জের জগন্নাথ মন্দির : পোড়ামাটি ও দারুশিল্পের বিবরণ | Jagannath Temple of Sujaganj: Description of Pottery and Woodwork

এছাড়া মন্দিরের কাঠের খোদাইয়ের কাজের অন্যান্য বিষয়গুলি যেমন অনন্তশয্যায় বিষ্ণু , কৃষ্ণের গোপীনীদের বস্ত্রহরণের দৃশ্য, গোপীনীরা ও বংশীবাদক কৃষ্ণ প্রভৃতি ।


midnapore.in

(Published on 11.11.2022)

সমীক্ষা সঙ্গী :
তৃষিতা ঘোষ।

তথ্যসূত্র: :
1) Bengal District Gazeteers Midnapore - L.S.S OMALLEY
2) Census of India, 1961 , volume 16 , Issue
৩) ক্ষেত্রসমীক্ষায় প্রাপ্ত তথ্য
৪) পুরাকীর্তি সমীক্ষা : মেদিনীপুর - তারাপদ সাঁতরা
৫) জীর্ণ মন্দিরের জার্নাল - চিন্ময় দাশ
৬) উইকিপিডিয়া