Kalyanchak Gourmohan Institutions, कल्याणचक गौरमोहन इंस्टीटूशन्स

অগ্নিযুগের খেলা – আগস্ট বিপ্লব ও একটি বিদ্যায়তন

Kalyanchak Gourmohan Institutions | कल्याणचक गौरमोहन इंस्टीटूशन्स

প্রজ্ঞা পারমিতা।


আজকের যারা চোদ্দ পনেরো ষোল কিংবা আঠেরো বছরের, তারা মেতেছে সব আজব খেলায়! কখনও ব্লু হোয়েল কখনও কিকি বা মোমো – বিচিত্র সব নাম খেলাগুলোর! মিল একটাই, সব খেলাই বিপজ্জনক, সবেতেই আছে জীবন সংশয়।

Kalyanchak Gourmohan Institutions. Photo: Arindam Bhowmik
Kalyanchak Gourmohan Institutions. Photo: Arindam Bhowmik

কিন্তু আজ থেকে সাতাত্তর বছর আগে বাংলার এক অখ্যাত গ্রাম কল্যাণচকে একটি সাধারণ স্কুলের ঠিক ওই বয়সী একদল ছাত্র মেতে উঠেছিল এক অন্যরকম বিপজ্জনক খেলায়। সেও ছিল জীবন নিয়ে খেলা, প্রাণ থাকাটাই আশ্চর্যের ছিল তাতে! মা-বাবা-ভাই-বোন সবই তুচ্ছ, জীবন তো আরও সামান্য ব্যাপার! ঠিক যেমন আলোর দিকে গাছের কাণ্ড বেঁকে যায়, অল্পবয়সী ছেলেগুলোর জীবনের অভিমুখ সে খেলার দিকে ঘুরে গিয়েছিলো তেমন ভাবে। সে ছিল দেশ স্বাধীন করার খেলা।



১৯৪২ সালের ৮ই আগস্ট নিখিল ভারত কংগ্রেস কমিটির অধিবেশনে ইংরেজদের দেশছাড়া করতে ‘ভারত ছাড়ো’ প্রস্তাব গৃহীত হয়। স্বাধীনতা সংগ্রামীদের সক্রিয় ভূমিকায় অবিভক্ত মেদিনীপুর জেলা বিশেষত তমলুক মহকুমা ওই সময় বারুদের স্তূপ হয়েছিল। ‘গান্ধীজীর ক্যারেঙ্গে ইয়া মরেঙ্গে’ ডাক তাতে অগ্নিসংযোগ করে।বর্তমান পূর্ব মেদিনীপুরের জেলা সদর তমলুক থেকে সামান্য দূরে কল্যাণচক গ্রামের স্কুল গৌরমোহন ইন্সটিটিউশনের ছাত্ররা স্বতঃস্ফূর্ত ভাবে দলে দলে ‘আগস্ট বিপ্লবে’ ঝাঁপ দেয়। ২৯শে সেপ্টেম্বর তমলুকে ব্রিটিশ শাসনের প্রতিভূ সরকারী থানা, আদালত ইত্যাদি দখল অভিযানে ওই স্কুলের পঞ্চাশোধিক ছাত্র যোগদান করে। এবং চোদ্দ থেকে আঠেরোর মধ্যে বয়সী তিনটি ছেলে - পুরীমাধব প্রামাণিক, আশুতোষ কুইলা ও উপেন্দ্রনাথ জানা মাতঙ্গিনী হাজরার সঙ্গে একসঙ্গে পুলিশের গুলিতে ঝাঁজরা হয়ে যায়। পরিণামে ওই বিদ্যায়তন চিরকালের জন্য অসাধারণত্বে উত্তীর্ণ হয়ে গিয়েছে। স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে ভারতের আর কোন স্কুলের এমন অসাধারণ ঘটনার উদাহরণ নেই যেখানে একই দিনে একই স্কুলের তিন ছাত্র শহীদ হয়েছে এবং ক্ষত বিক্ষত হয়েছে অসংখ্য ছাত্র। এই গৌরবময় ইতিহাসের জন্য গৌরমোহন ইন্সটিটিউশনের বিদ্যালয় পরিসরকে ঐতিহ্যময় স্মারকের মর্যাদা দিয়েছে হেরিটেজ কমিশন। এই সব কিশোরদের কথা ‘ব্লু হোয়েল’ প্রজন্মকে মনে করিয়ে দেয়া আজ ভীষণ প্রয়োজন। যদিও বর্তমান প্রজন্মের ভাষায় তারা হয়তো ‘বার খেয়ে ক্ষুদিরাম’ হয়েছিল।

Kalyanchak Gourmohan Institutions. Photo: Arindam Bhowmik
প্রধান শিক্ষক শ্রীপতি চরণ বয়াল ও বিপিন বিহারী মাইতি কল্যান চক হাইস্কুলে ছাত্রদের কাছে উত্তেজনাপূর্ণ ভাষণ দিচ্ছেন। যার ফলশ্রুতি তিনজন ছাত্র শহীদ ও দুজন ছাত্র গুলিবিদ্ধ হয়ে থানার সামনে লুটিয়ে পড়ল (১৯৪২)। নিমতৌড়ির স্মৃতিসৌধ থেকে ছবিটি তুলেছেন অরিন্দম ভৌমিক।

অনাগত ভবিষ্যতের জন্য সুদিন আনতে গুলি-বৃষ্টির মধ্যেও পতাকা হাতে তুলে নিয়ে এগোতে এগোতে মাতঙ্গিনী সেদিন যে দৃশ্য রচনা করেছিলেন সে কথা ভাবলে ইউজিন দেলাক্রোয়ার ‘লিবার্টি লিডিং দ্য পিপ্ল’ ছবিটির কথা মনে পড়ে যায়। স্বাধীনতার আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক ‘লিবার্টি লিডিং দ্য পিপ্ল’ ছবিটিতে দেখা যায় এক নারী মূর্তি, যিনি স্বাধীনতার রূপক, বিপ্লবের পতাকা হাতে বীরোচিত ভঙ্গিমায় সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করে এগিয়ে চলেছেন। ফরাসি বিপ্লব চেতনার অভিজ্ঞান এই ছবিটি দেলাক্রোয়া এঁকেছিলেন ১৮৩০ সালের ‘জুলাই বিপ্লব’ স্মরণে। আর ভারতে ১৯৪২ সালে ‘আগস্ট বিপ্লব’এর রেশ ধরে ২৯শে সেপ্টেম্বর ওই ছবিটি যেন জীবন্ত হয়ে উঠেছিল। এক নারী দীপ্ত ভঙ্গিমায় সহযোদ্ধাদের উদ্বুদ্ধ করে এগিয়ে চলেছেন। সেই সহযোদ্ধাদের মধ্যে যেমন ছিলেন রামচন্দ্র বেরার মতো পরিণত বয়স্ক ওই অঞ্চলের শ্রদ্ধেয় স্বাধীনতা সংগ্রামীরা, তেমনই অসংখ্য কিশোর ও সদ্য তরুণ।



গৌরমোহন ইন্সটিটিউশনের মাত্র অষ্টম শ্রেণীর ছাত্র চোদ্দ বছরের পুরীমাধব সেদিন ঠিক মাতঙ্গিনী হাজরার পিছনেই ছিলেন। বিভিন্ন দিক থেকে যখন আন্দোলনকারীদের মিছিল তমলুক থানার সামনে পৌঁছয় ব্রিটিশ পুলিশের লাঠি তাদের ওপর আছড়ে পড়তে শুরু করে। ওই নির্বিচার লাঠিপেটায় বহুসংখ্যক মানুষ লুটিয়ে পড়েছে যখন প্রাথমিক প্রতিক্রিয়ায় পিছনের লোকেরা ক্ষণকাল থমকে গেছিল। ঠিক তখন মাতঙ্গিনী জাতীয় পতাকা হাতে বন্দেমাতরম ধ্বনিতে জনগণকে ডাক দিয়ে পুলিশের দিকে দৃঢ় পদক্ষেপে এগিয়ে গেলেন। এবার পুলিশ গুলি-বৃষ্টি শুরু করলো। গুলি প্রথমে মাতঙ্গিনীর দুই হাতে লেগেছিলো, তার মধ্যেও তিনি এগোতে থাকেন। গুলিবিদ্ধ রক্তাক্ত দুহাতে পতাকা আঁকড়ে ধরে তিনি গোরা সৈনিকদের ব্রিটিশের গোলামি ছেড়ে স্বাধীনতা আন্দোলনে যোগ দিতে আহ্বান করেন। উত্তরে আবার গুলি চলে এবং এবার তাঁর কপালে লাগে। হাতে ধরা পতাকা নিয়েই মাতঙ্গিনী লুটিয়ে পড়েন। একজন পুলিশ এসে যখন তাঁর পতাকা লাথি মেরে ফেলে দিচ্ছে তখন তাঁর পিছনে থাকা বালক পুরীমাধব একই ভাবে দৃপ্ত পায়ে সামনে এসে ব্রিটিশ পুলিশের মুখোমুখি হয়। মুখে তার স্বর্গীয় হাসি। কণ্ঠে জনজাগানিয়া বন্দেমাতরম। ঝাঁকে ঝাঁকে বুলেট নন্দিত করে সেই কিশোরপ্রাণ। মাথায় ও জানুদেশে গুলি লেগে পুরীমাধবের চোদ্দ বছরের জাগতিক জীবনে সমাপ্তি নামে। তার পরক্ষনেই আরো এক দল কিশোর প্রাণ তুচ্ছ করে গুলিবিদ্ধ হয় যাদের সর্বনিম্ন বয়স তেরো। মাতঙ্গিনী হাজরা তখন তিয়াত্তর। পুরীমাধব চোদ্দ।

Kalyanchak Gourmohan Institutions. Photo: Arindam Bhowmik
Sahid Asutosh Kuila (Photograph taken by Arindam Bhowmik from Kalyanchak Gourmohan Institutions)

একদল বালক ও একজন বৃদ্ধা। এসব তথ্য বাস্তব বোধের হিশেব ভুল প্রমাণ করে দেয়। বালকের বোধ নিশ্চয় বলছিল “স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় রে, কে বাঁচিতে চায়! সেই স্বাধীনতা আনতে প্রাণ গেলেও ক্ষতি কি, আমার পরের প্রজন্ম তো স্বাধীন বাতাসে নিশ্বাস নেবে।” আর ‘গান্ধী বুড়ি’ মাতঙ্গিনী! সত্তরোর্ধ নিরক্ষর বৃদ্ধার কাছে স্বাধীনতার কি ব্যঞ্জনা হতে পারে; শুধুমাত্র নবজাতকের জন্য পৃথিবীকে বাসযোগ্য করতে চাওয়া ছাড়া! এইসব স্বার্থহীন আত্মত্যাগের ভাবনা থেকে কতদূরে চলে এসেছে আজকের সময়!



আশুতোষ ও উপেন্দ্র, গৌরমোহন ইন্সটিটিউশনের আরও যে দুজন ছাত্র সেদিনকার অভিযানে নিহত হন, তাঁরা দুজনেই প্রবেশিকা স্তরের ছাত্র ছিলেন। মৃত্যুর আগে আশুতোষ চরম ঘৃণায় ব্রিটিশ পুলিশের গায়ে ছুঁড়ে মেরেছিলেন পায়ের জুতো। আর উপেন্দ্র পতাকার দণ্ড দিয়ে পুলিশের চোখে তীক্ষ্ণ আঘাত হেনেছিলেন। শেষে বুকে গুলি খাওয়ার পর যতক্ষণ বেঁচেছিলেন নিজের রক্ত দিয়ে মাটিতে লিখে দিয়েছিলেন ‘বন্দেমাতরম’! গুরুতর আহত হয়েছিলেন স্কুলের অতুলচন্দ্র মাইতি, মুকুন্দ রায়, নিরঞ্জন মাইতি, কানাইলাল দাস, বঙ্কিমবিহারী মাইতি, সুভাষ সামন্ত, কুমুদরঞ্জন মাইতি প্রমুখ ছাত্ররা। আমাদের সৌভাগ্য বাংলা মায়ের কোলে এক কালে অনেক ক্ষুদিরাম এসেছিলেন। ক্ষুদিরাম হতে গেলে বিশেষ পাঁজর লাগে কিনা!

Kalyanchak Gourmohan Institutions. Photo: Arindam Bhowmik
Sripati Charan Boyal (Photograph taken by Arindam Bhowmik from Kalyanchak Gourmohan Institutions)

পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ‘তাম্রলিপ্ত জাতীয় সরকার’এর অন্যতম কুশীলব অজয় মুখোপাধ্যায়ের উক্তিতে ওই তিন ছাত্রের প্রসঙ্গে শোনা গিয়েছিল – “অগস্ট আন্দোলনে দাবানলের ন্যায় জ্বলে উঠল তমলুকের আকাশ বাতাস। পবিত্র হল দামাল বিপ্লবীদের রক্তস্রোতে তমলুকের মাটি। ... কল্যাণচকের তরতাজা তিন ছাত্রের আত্মবলিদান ‘জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে’।”



স্বাভাবিক ভাবেই এহেন ঘটনায় স্কুলে নেমে এসেছিল চরম সঙ্কট। ব্রিটিশ প্রশাসনের শিক্ষা অধিকর্তা রাজশক্তির প্রতি আনুগত্যের বদলে প্রকাশ্য বিদ্রোহে অংশ নেয়ার জন্য প্রথমে কারণ দর্শাতে বলে স্কুল কর্তৃপক্ষকে চিঠি দেয়। তারপরেই আবার পত্রাঘাত করে স্কুলের অনুমোদন বাতিল করে দেয়ার চরম হুমকি দিয়ে। শেষে স্কুলটিকে বাঁচাতে তৎকালীন প্রধান শিক্ষক স্বাধীনতা সংগ্রামী শ্রীপতিচরণ বয়াল নিজেকে সরিয়ে চন্দননগর ফরাসি উপনিবেশে চলে যান। তদানীন্তন বিদ্যালয় পরিচালন সমিতির সম্পাদক লবণ সত্যাগ্রহী শ্রীহংসধ্বজ মাইতিও একই পথ নেন। ওই অঞ্চলের শিক্ষার দীপ যেন না নেভে তাই এই পন্থা বেছে নিতে বাধ্য হন তাঁরা।

Kalyanchak Gourmohan Institutions. Photo: Arindam Bhowmik
Kalyanchak Gourmohan Institutions. Photo: Arindam Bhowmik

একটি সরকার স্বীকৃত বিদ্যালয়ে এমন প্রবল স্বদেশী আবহ কি ভাবে তৈরি হয়েছিল তা স্কুলের পূর্বাপর ইতিহাস অনুসন্ধান করলে স্পষ্ট হয়। মহিষাদল ছাড়া তখন ওই অঞ্চলে আর কোন স্কুল না থাকায় স্থানীয় ভূস্বামী শিক্ষানুরাগী ভবতারণ পাহাড়ী স্কুলটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন যেমন সমাজহিতৈষী, প্রজাবৎসল এবং তেমনই তাঁর ছিল সদাজাগ্রত দেশপ্রেম। ১৯৩০ সালে হলদি নদীর তীরে নরঘাটে যখন সত্যাগ্রহীদের উদ্যোগে লবণ আইন অমান্য করে দেশীয় পদ্ধতিতে লবণ তৈরি হয়, ভবতারণ পাহাড়ী এক তোলা নুন পাঁচ‘শ টাকা দিয়ে কিনে নিয়েছিলেন।



ভবতারণ পাহাড়ীকে যদি এই বিদ্যালয়ের পিতা বলা যায় তবে সম্পর্কে তাঁরই ভাগিনেয় আরেক কৃতি ভূমিপুত্র শিক্ষাব্রতী সুচিকিৎসক ডাঃ শরৎচন্দ্র মিশ্র নিয়েছিলেন মাতার ভূমিকা। শরৎচন্দ্র ছিলেন এক অক্লান্ত কর্মযোগী। মাত্র ঊনপঞ্চাশ বছরের সীমিত আয়ুর মধ্যে বিস্তীর্ণ এলাকা জুড়ে তিনি শিক্ষা প্রসার ও সমাজসেবার এমন সব নিদর্শন রেখে গেছেন যে আজও তা স্মরণ করে শ্রদ্ধায় মাথা নত করে সাধারণ মানুষ। বিবাহ ও কর্মসূত্রে তাঁর বসবাসের ঠিকানা মুগবেড়িয়া গ্রামে তাঁর প্রতিষ্ঠিত মুগবেড়িয়া পার্ক প্রাথমিক বিদ্যালয় ৭৫ বছর অতিক্রম করে আজও দাঁড়িয়ে আছে। সেই স্কুল ঘিরে তিনি গড়ে তুলেছিলেন একটি বিশাল পাঠাগার, দাতব্য চিকিৎসালয়, আধুনিক প্রযুক্তির কৃষিকেন্দ্র, উন্নত তাঁতশিল্পকেন্দ্র ইত্যাদি ইত্যাদি যা সার্বিক গ্রামীণ উন্নয়নের দ্যোতক। অবিভক্ত মেদিনীপুরের রেনেসাঁর প্রাণপুরুষ রায়সাহেব গঙ্গাধর নন্দের স্মৃতিতে একটি সংস্থা গড়ে তার মাধ্যমে একদল সমমনস্ক সঙ্গী নিয়ে নিরলস পরিশ্রমে তিনি তাঁর অসামান্য পরিকল্পনাগুলি বাস্তবায়িত করেছিলেন। তাঁর সবচেয়ে চমকপ্রদ কাজ ছিল মুগবেড়িয়ায় প্রতিবছর হিন্দু মেলার মত এক স্বদেশী মেলার আয়োজন করা যা ১৯৩১ থেকে তাঁর মৃত্যুর আগের বছর ১৯৪২ সাল অবধি আয়োজিত হয়েছিল। এমন দেশ সমাজ ও শিক্ষা সচেতন ব্যক্তিত্ব যে নিজের জন্মভূমিতেও তাঁর কর্মের স্বাক্ষর রাখবেন এটাই স্বাভাবিক। তিনি মুগবেড়িয়ার মতোই কল্যাণচক গ্রামকে নানা ভাবে স্বয়ংসম্পূর্ণ ও সমৃদ্ধ করে তোলার পরিকল্পনা নিয়ে ‘কল্যাণ সেবাশ্রম সংঘ’ নামে একটি সংস্থা গড়েন। তারপর প্রথমেই স্থানীয় শিক্ষানুরাগী ও দেশপ্রেমী বিশিষ্টজনকে সঙ্গী করে মাইনর স্কুলটিকে হাইস্কুলে উন্নীত করার নিরলস প্রচেষ্টায় নামেন। প্রসঙ্গত বলতে ইচ্ছে করে অষ্টম থেকে দশম শ্রেণী যে জ্ঞান ও চেতনার উন্মেষের উর্বর ক্ষেত্র তার প্রমাণ হাইস্কুলের ছাত্ররাই দিয়েছিল তাদের আত্মাহুতি দিয়ে। যাই হোক, সরকারের অপেক্ষায় না থেকে শরৎচন্দ্র তাঁর তৈরি কল্যাণ সেবাশ্রম সংঘে শুরু করে দেন যথাক্রমে সপ্তম ও অষ্টম শ্রেণীর পাঠক্রম যা পরে অনুমোদন প্রাপ্ত নতুন হাইস্কুলে উঠে আসে! আমৃত্যু স্কুলটির সাথে যুক্ত থেকেছিলেন তিনি। যদিও আকস্মিক মৃত্যুতে শরৎচন্দ্র মিশ্রের দূরপ্রসারী জাতিগঠনমূলক কাজে ছেদ পড়ে যায় কিন্তু এই স্কুল তাঁকে সতত স্মরণে রেখেছে।

আসলে ভবতারণ পাহাড়ী এবং শরৎচন্দ্র মিশ্র দুজনেই মনে প্রাণে বিশ্বাস করতেন স্বাধীনতার লক্ষ্যে প্রথম ধাপ জাতিগঠন এবং তার একমাত্র মাধ্যম শিক্ষা। এই ধরণের মানুষের অভিভাবকত্বে যে বিদ্যালয় ধীরে ধীরে গড়ে উঠেছিল সেই স্কুলের ছাত্ররা যে জীবনের আগে দেশকে রাখবে তাতে আর আশ্চর্যের কি!

Kalyanchak Gourmohan Institutions. Photo: Arindam Bhowmik
Kalyanchak Gourmohan Institutions. Photo: Arindam Bhowmik

তাছাড়া এই স্কুলটি প্রথম থেকে ধারাবাহিক ভাবে পেয়েছিল আদর্শবান এবং স্বাধীনতা সংগ্রামী শিক্ষকদের। ভারত ছাড়ো আন্দোলনের সময় স্কুলের প্রধান শিক্ষক ছিলেন শ্রীপতিচরণ বয়াল যিনি দু’ দু’ বার জেল খেটেছেন রাজ শক্তিকে চটিয়ে। গৌরমোহন ইন্সটিটিউশনের আগে তিনি যেখানে যেখানে যুক্ত হয়েছিলেন ছাত্রদের স্বদেশ প্রেমে দীক্ষিত করেছেন। এখানেও তিনি যে ছাত্রদের দেশের কাজে ঝাঁপ দিতে উৎসাহিত উদ্দীপিত করবেন সেটাই স্বাভাবিক।

স্কুল যে আদর্শ মানুষ গড়ার জায়গা তার প্রামাণ্য ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে কল্যাণচক গৌরমোহন ইন্সটিটিউশন!





A School at the Heart of the Quit India Movement

কল্যাণচক গৌরমোহন ইন্সটিটিউশন | कल्याणचक गौरमोहन इंस्टीटूशन्स

Rit Nanda


A glance at the life of teenagers today finds them absorbed in games of various kinds. Their names invoke widespread bewilderment to those of other generations: Blue Whale, Momo, Kiki, and whatnot. Beyond the perceived absurdity of their names, their other common feature is that they all are dangerous, up to the point of fatality.

Kalyanchak Gourmohan Institutions. Photo: Arindam Bhowmik
Kalyanchak Gourmohan Institutions. Photo: Arindam Bhowmik

Seventy-eight years ago, though, in a run-of-the-mill village named Kalyanchak in Tamluk subdivision of then Medinipur district of Bengal in India, teenagers of an ordinary school there had found themselves spellbound by another game of daredevilry. Oh, what a sport that was where it was more likely to die than to live! When loved members of the family like mothers, fathers, brothers, and sisters were insignificant, their own lives never even entered into consideration. Just as a moth to the flame, these teenagers found themselves enthralled by this game: the game to make India free.



The Indian National Congress had adopted the ‘Quit India’ resolution on the 8th of August 1942. While communal parties did not participate in this movement, the majority of the nation did. It served to animate the Medinipur district in Bengal in general and the Tamluk subdivision in particular where, as part of this movement, a parallel local government known as TamraliptaJatiya Sarkar would be established by the end of that year. But to achieve that end, many people had to answer the clarion call of Mahatma Gandhi: “Do or Die” and lay down their lives in the process. At Gourmohan Institution, which is located just a few steps away from the current day district headquarters of East Medinipur, in Tamluk, many groups of students heard the same bugle of freedom and joined this August revolution in swarms.

Kalyanchak Gourmohan Institutions. Photo: Arindam Bhowmik
Headmaster Sripati Charan Boyal and Bipin Bihari Maiti are giving speeches to the students at Kalyanchak Gourmohan Institutions. As a result, three students were martyred and two others were shot and fell in front of the police station (1942). The photo was taken by Arindam Bhowmik from ‘Smriti Soudha’, Nimtauri.

On the 29th of September, 1942, more than fifty students from that school joined in a march to take over institutions like the jails and the courthouse in that city. And tragically, three students aged between fourteen and eighteen: PurimadhabPramanik, Ashutosh Kuila, and Upendranath Jana would be shot dead on that day with MatanginiHazra. It is because of their supreme sacrifice that this school would become eternally recognized. What immortalizes it is that in the entire freedom struggle of India, no other school had lost three students on the same day, in addition to many more wounded and injured. The school complex of Gourmohan Institution has therefore been recognized by the Heritage Commission as a heritage monument. This article endeavors to bring the story of this institution to those of the present generation, lest we forget the horrors we had to endure to secure our precious freedom in India.



To bring about a better future which she would never get to see, MatanginiHazra had picked up the Indian tricolor and led a march that is reminiscent of the famous ‘Liberty Leading the People’ by Eugène Delacroix. In the painting from 1830, Lady Liberty i.e. a feminine spirit of liberation is seen holding the French flag and leading the common masses of men in the July revolution which would bring republicanism to France. More than a hundred years later in 1942, in our very own August revolution, MatanginiHazra had led, but this time in the flesh as well as spirit, a group of people in defiance of the foreign masters. Those she led included freedom struggle veterans of the area like Rameshwar (Ramchandra) Bera, as well as many youthful nascent entrants to the freedom struggle, like the three from Gourmohan Institution who was slain on the same day as her.

Kalyanchak Gourmohan Institutions. Photo: Arindam Bhowmik
Sahid Asutosh Kuila (Photograph taken by Arindam Bhowmik from Kalyanchak Gourmohan Institutions)

At the time of his untimely murder by the authorities, Purimadhab was a student of eighth grade at Gourmohan Institution. This young boy walked right behind MatanginiHazra as they marched towards the police station. As they reached from various sides to this common destination, the British police force tried to quell the incoming hoards using sticks. That momentarily slowed the revolutionaries but at the very next second when MatanginiHazra raised the slogan of ‘VandeMataram’ and hoisted the tricolor and resumed her march towards the station, the police began showering bullets on the protestors. The first bullets hit MatanginiHazra on both her arms which were holding the flag. She still kept going and instead asked these Indian policemen to leave their servitude of the British behind and instead join them in the freedom struggle for India. In response, she received a bullet to her forehead which ended her life on earth. As a policeman prepared to kick the flag away, Purimadhab confronted the policeman with a divine smile and ‘VandeMataram’ on his lips. In an instant, his body was riddled with bullets from all sides and he joined MatanginiHazra in eternity. He was at the head of a fellow group of martyrs; the youngest among them was a thirteen year old. Purimadhab was fourteen, MatanginiHazra seventy-three.



A young boy and an old lady gave up their life together for the cause of freedom. A boy who had his whole life before him must have felt he had no use of his life if he and his fellow countrymen were not free. Maybe he believed he will be reincarnated in a free land. Similarly, what earthly purpose did a widow at the end of her life have to follow Gandhian values and give her life up so that the future generations could live in a free land? That time of selfless sacrifice for the nation seems ages away from today.

Kalyanchak Gourmohan Institutions. Photo: Arindam Bhowmik
Sripati Charan Boyal (Photograph taken by Arindam Bhowmik from Kalyanchak Gourmohan Institutions)

Ashutosh and Upendranath, the two other boys from Gourmohan Institution who were killed that day, were both at matriculation level. Before his death, Ashutosh had flung his shoes at the British policemen in utter revulsion. Upendranath, meanwhile, had used the staff of the flag to aim for the eyes of a British officer. As he lay bleeding to death, his last act was to use his own blood to spell out ‘VandeMataram’ on the ground beside him. Other than them, many from the same institution were severely wounded. AtulchandraMaiti, Mukunda Ray, Niranjan Maiti, Kanailal Das, BankimbihariMaiti, Subhash Samanta, KumudranjanMaiti were some of the prominent names. Their valor and courage remain an eternal inspiration to people even today.



Ajoy Mukherjee, a leader of the aforementioned ‘TamraliptaJatiya Sarkar’ and later the Chief Minister of West Bengal after Indian independence, had remarked on their bravery. The gist of his remarks captured how the August revolution had shaken even the air and skies of Tamluk to yearn for freedom. He considered the soil of Tamluk had been consecrated by the blood of the martyrs that day and observed that the self-sacrifice of the three youthful students from Kalyanchak would be counted within the rarefied strata of the most supreme of acts anywhere in the world.

Kalyanchak Gourmohan Institutions. Photo: Arindam Bhowmik
Kalyanchak Gourmohan Institutions. Photo: Arindam Bhowmik

Naturally, this act of defiance against the government by the students of this school brought with it a strong threat against it from the British authorities. First, a show-cause notice was sent to the school to justify the open acts of sedition against the British crown by their students. Then they sent the ultimate threat of removing their registration thereby jeopardizing the future schooling of all students of that school. Hence, to save the school from this ruination, the headmaster at that time and freedom fighter ShripaticharanBayal decided to resign and remove himself from British India altogether and move to the French enclave of Chandannagar. The secretary of the steering committee of the school and a participant of the ‘Salt Satyagraha’, HansadhwajMaiti also followed in his stead. To keep the lamp of education burning for the students there, they had to take this extreme step.

It causes one to wonder while reading the happenings above, the reason that this government approved school became a hotbed of patriotism. It is, therefore, important to peek back into this school’s formative history to understand what inspired the above sequence of events. When this school was formed in 1926, its nearest school was at a place about twenty kilometers away in a place called Mahishadal. The father and founder of this institution was a gentleman by the name of Bhabataran Pahari, who was not only a benefactor and a social servant but a patriot. When the Salt Satyagraha was carried out in 1930 on the banks of River Haldi at Norghat, a few miles away, he was the one who bought the salt for a princely sum of five hundred rupees.



However, if Bhabataran Pahari was the father of this institution, his nephew Dr.Sarat Chandra Mishra was undoubtedly its ‘mother’ in the sense that he nurtured this institution from where it was to the patriotic furnace that it became. Dr. Mishra’s contributions to the wider community remain appreciated even now because of his service to society and education has left indelible marks, the fruits of which serve the people to this day. While he may have passed away too soon at the age of forty-nine, his legacy outlived him in many instances like the Mugberia Park Primary school, established by him, which celebrated its 75th year of existence and excellence sometime back. Around this school, he had built modern libraries, agriculture technology research centers, state-of-the-art looms, and other institutions that added to the growth of the village. Perhaps one of his most important contributions in creating patriotic fervor in this village was by realizing the dreams of ‘Raisaheb’ Gangadhar Nanda, who was his father-in-law’s father and a native of Mugberia.

Gangadhar Nanda and his brother Digambar ‘Bidyanidhi’ Nanda were instrumental in the renaissance and freedom struggle of the Medinipur district of Bengal. While Digambar Nanda took up the revolutionary baton and gave arms training and shelter to the likes of Khudiram Bose, Gangadhar Nanda was more of a social servant. He had identified Dr. Mishra as the ideal man to carry forward his vision and it was on his insistence that the latter became his grandson-in-law. Dr. Mishra also saw his grandfather-in-law as an ideal person worthy of emulation and created a society in his name and oversaw an annual ‘Swadeshi Mela’ in Mugberia, an indigenous fair in other words, to promote local products, from 1931 to 1942, a year before Dr. Mishra’s own death.

A man who left no stone unturned to transform the village of his idol obviously never forgot about his native village of Kalyanchak. His sense of patriotism and duty led him to establish a society there as well for the betterment of the village and he named it ‘Kalyan Sebashram Sangh’, or the Welfare Service Centre Association, inspired by the spirit of service and the name of the village. It was through this association, with the help of like-minded educated and patriotic friends, that he converted the Gourmohan Institution, then a minor school, to a high school. In fact, prior to the government recognition of the high school, he held the high school classes at this association instead and he remained involved with the school till his death. It is perhaps then no wonder that the students from that high school would turn out to be as patriotic as the man who established it! Though his unexpected death would derail his efforts to contribute further to the service of society, this school stands as a marker to the amazing efforts of this gentleman, who had returned to his native villages to promote local youth and artisans after having qualified as a doctor, by securing a gold medal in his medical studies no less, in Kolkata.

Kalyanchak Gourmohan Institutions. Photo: Arindam Bhowmik
Kalyanchak Gourmohan Institutions. Photo: Arindam Bhowmik

Thus, the heritage status of the Gourmohan Institution is not an accident. People like Bhabataran Pahari and Dr.Sarat Chandra Mishra both believed in achieving freedom for India, whether it was by following the ‘Salt Satyagraha’ or the continuation of ‘Swadeshi Movement’ respectively. They both simultaneously knew that the first step to freedom began with nation and society building and that was impossible without education. To build that character, this school also had from the very beginning people like ShripaticharanBayal as the headmaster, who had gone to jail twice prior to joining there, due to his involvement with the Indian freedom struggle. On joining, it can hardly be considered surprising that he imparted his patriotic wisdom and vision to the students of the school.

Today, as we stare back in history and try to learn its lessons in our schools, perhaps we can learn the lessons from a school itself. Gourmohan Institution stands as an example of what schools should be and ought to be: a place that creates ideal human beings who put service to the society and the nation above their own self.


midnapore.in

(Published on 26.01.2021 / প্রথম প্রকাশ 'কালের আবর্ত' ১৭ অগাস্ট ২০২০ / English article was published in the Eastern Herald, 29 September 2020)