উমাশংকর নিয়োগীর জন্ম ১৭ সেপ্টেম্বর, ১৯৪৯ পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার বাসুদেবপুরে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শিক্ষা লাভ। কলকাতা পুলিশে কর্মজীবন শুরু করলেও চাকরি ছেড়ে দেন শিক্ষকতা করবেন বলে। পরবর্তীকালে দাসপুর থানার নন্দনপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন। বর্তমানে অবসরপ্রাপ্ত। প্রাচীন স্থাপত্য, আঞ্চলিক ইতিহাসের প্রতি টান অনুভব করতেন প্রবলভাবে। সেই টান থেকেই এই বিষয়ে লেখালেখির শুরু। মূলত প্রবন্ধ লেখেন। সৃজন, কোরাস, মহুল, সাপ্তাহিক বর্তমান সহ বিভিন্ন পত্রিকায় নিয়মিত লেখেন। সাহিত্যচর্চার জন্য পেয়েছেন বিভিন্ন পুরস্কার। শখ ভ্রমণ ও বই পড়া। প্রকাশিত পুস্তক - 'দাসপুর থানার ইতিহাস ও ঐতিহ্য'।