মেদিনীপুরে রবীন্দ্রনাথ ঠাকুর  | मेदिनीपुर में रवीन्द्रनाथ टैगोर | Rabindranath Tagore in Medinipur (Midnapore)

মেদিনীপুরে রবীন্দ্রনাথ ঠাকুর


मेदिनीपुर में रवीन्द्रनाथ टैगोर | Rabindranath Tagore in Medinipur


অরিন্দম ভৌমিক।




Home » Famous people in Medinipur » Arindam Bhowmik » মেদিনীপুরে রবীন্দ্রনাথ ঠাকুর



বঙ্গীয় সাহিত্য পরিষদ (মেদিনীপুর শাখা) কর্তৃক রবীন্দ্রনাথকে প্রদত্ত মানপত্র



হেবিশ্ববরেণ্য কবিগুরু !


আমরা তোমাকে প্রণাম করি। মৃত্যুঞ্জয় রামেশ্বরের সাধনার এই পুণ্যক্ষেত্র, দুখীশ্যাম রসিকানন্দের গীতি মুখরিত শ্যামল বনভূমিতে নবযুগের প্রবর্তক প্রাতস্মরণীয় বিদ্যাসাগরের পবিত্র স্মৃতিমন্দিরে, নবযুগ স্রষ্টা তুমি, দীন সাহিত্য-সেবক আমরা শ্রদ্ধান্দণসিক্ত প্রীতিমাল্যে আজ তোমাকে অভিনন্দিত করিতেছি ।


হে বাণীর বরপুত্র সার্ব্বভৌম কবি!


বিশ্বের বিচিত্র লীলাকে অন্তরে গ্রহণ করিয়া তুমি তোমার অনবদ্য অপরূপ নিত্য নব সৃষ্টির আলোক সম্পাতে বিশ্ব চিত্তের সত্য স্বরূপকে প্রকাশ করিয়াছ, অন্তহীন অরূপ প্রকৃতির সবুজ সমারোহকে লীলায়িত করিয়া তুলিয়াছ, দেশমাতৃকার ষড়েশ্বর্যময়ী ভুবন মন-মোহিনী রূপছায়াকে মূর্তি দিয়াছ, রসের অমৃত ধারায় অবগাহন করিয়া অন্তরের গভীর আনন্দের ভাষায় অনাহত বাণীকে ধ্বনিত করিয়াছে । হে বিচিত্রের লীলা সহচর রসদ্রষ্টা বিশ্বকবি তোমাকে প্রণাম করি।


সেই সময়ে স্বনামধন্য চিত্রশিল্পী দেবব্রত মুখোপাধ্যায়ের মেদিনীপুরে আঁকা স্কেচ।
সেই সময়ে স্বনামধন্য চিত্রশিল্পী দেবব্রত মুখোপাধ্যায়ের মেদিনীপুরে আঁকা স্কেচ।

হে নিখিল মানবের অন্তরবিহারী কবি !


তরুবীথিকার শ্যামচ্ছায়ায়, নীলাকাশের মুক্ত প্রাঙ্গনে বিশ্বভারতীর স্নেহময় অংকে আশ্রয় রচনা করিয়াছ, সুগভীর তপস্যায় সমাহিত তুমি, অন্তরের অন্তরলোকে অমৃতের সন্ধান পাইয়াছ। মনোবীণার মোহন তন্ত্রীতে ঝঙ্কার তুলিয়া লোকে মুক্তির বার্তা শুনিয়াছ। হে অমৃত পিয়াসী সত্যদ্রষ্টা ঋষি তোমাকে প্রণাম করি।


হে মহামানব চির তরুণ বিশ্বকবি ।


উপচার আমাদের অতি দীন, কুন্ঠাক্লিষ্ট ম্লান। অক্ষমতার লজ্জায় আমরা সঙ্কুচিত। তবু আমাদের গর্ব্ব, আমাদের গৌরব, আমাদের আনন্দ তোমাকে পাইয়াছি আমাদের পুজা মন্দিরে। তোমারই মন্ত্রে অর্থ রচনা করিয়া সশ্রদ্ধ প্রণতি নিবেদন করিতেছি। বর্ষণ কর আমাদের অবনমিত শিরে তোমার কল্যাণ আশিষধারা, আমাদের সুপ্ত চেতনাকে প্রবুদ্ধ কর তোমার অমৃতময় মন্ত্রে, আমরা ধন্য হই।




M E D I N I K A T H A J O U R N A L

Edited by Arindam Bhowmik

(Published on 19.05.2024)


তথ্যসূত্র:

• চিঠিপত্র।
• Rabindranath Tagore- A Biography, KRISHNA KRIPALANI
• কিছু বনফুল, দেবব্রত মুখোপাধ্যায়।
• মেদিনীপুরে রবীন্দ্রনাথ, হরিপদ মন্ডল।
• মেদিনীপুরে রবীন্দ্রনাথ, কবি দর্শন, আজহারুদ্দীন খান।
• রবি প্রণাম, রবীন্দ্র স্মৃতি সমিতি, মেদিনীপুর।
• সাহিত্যিক আজহারউদ্দীন খান! রবীন্দ্রনাথকে দেখা শেষ মেদিনীপুরবাসী :কামরুজ্জামান।



নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান।