উপচার আমাদের অতি দীন, কুন্ঠাক্লিষ্ট ম্লান। অক্ষমতার লজ্জায় আমরা সঙ্কুচিত। তবু আমাদের গর্ব্ব, আমাদের গৌরব, আমাদের আনন্দ তোমাকে পাইয়াছি আমাদের পুজা মন্দিরে। তোমারই মন্ত্রে অর্থ রচনা করিয়া সশ্রদ্ধ প্রণতি নিবেদন করিতেছি। বর্ষণ কর আমাদের অবনমিত শিরে তোমার কল্যাণ আশিষধারা, আমাদের সুপ্ত চেতনাকে প্রবুদ্ধ কর তোমার অমৃতময় মন্ত্রে, আমরা ধন্য হই।
M E D I N I K A T H A J O U R N A L
Edited by Arindam Bhowmik
(Published on 19.05.2024)
তথ্যসূত্র:
• চিঠিপত্র।
• Rabindranath Tagore- A Biography, KRISHNA KRIPALANI
• কিছু বনফুল, দেবব্রত মুখোপাধ্যায়।
• মেদিনীপুরে রবীন্দ্রনাথ, হরিপদ মন্ডল।
• মেদিনীপুরে রবীন্দ্রনাথ, কবি দর্শন, আজহারুদ্দীন খান।
• রবি প্রণাম, রবীন্দ্র স্মৃতি সমিতি, মেদিনীপুর।
• সাহিত্যিক আজহারউদ্দীন খান! রবীন্দ্রনাথকে দেখা শেষ মেদিনীপুরবাসী :কামরুজ্জামান।