মেদিনীপুরে রবীন্দ্রনাথ ঠাকুর  | मेदिनीपुर में रवीन्द्रनाथ टैगोर | Rabindranath Tagore in Medinipur (Midnapore)

বিশ্ববরেণ্য কবিগুরু রবীন্দ্রনাথের


মেদিনীপুর শুভাগমন উপলক্ষে


জেলা বোর্ডের সভ্যবৃন্দের শ্রদ্ধাঞ্জলি


मेदिनीपुर में रवीन्द्रनाथ टैगोर | Rabindranath Tagore in Medinipur


অরিন্দম ভৌমিক।




Home » Famous people in Medinipur » Arindam Bhowmik » মেদিনীপুরে রবীন্দ্রনাথ ঠাকুর



নিখিলেশের মানস পুত্র হে বিশ্বের কবি, তোমাকে অভিবাদন জানাইবার ও অভিনন্দিত করিবার সুযোগ্য স্তবগান আমাদের কণ্ঠে নাই । আজ কেবল আমাদের অনুরাগ- চঞ্চলিত প্রাণের অকৃত্রিম ভালোবাসা গ্রহণ করিয়া আমাদিগকে গৌরাবান্বিত কর।


হে ধ্যানী ঋষি, তুমই সেই পরমবিদ্যা ও দিব্যজ্ঞানের অনন্ত উৎস, যে বিদ্যা অধিগত হইলে বিশ্বের সকল রহস্যতত্ত্বে অধিকার জন্মে। তোমার উদান্ত কণ্ঠে ভূত ভবিষ্যত ও বর্তমানের বাণী, তোমার সাহিত্য দীপ্তিতে সমগ্র সৃষ্টিলোক উদভাসিত, - যে মহাবতরণ, তুমি আমাদের প্রণাম গ্রহণ করো।


জেলা বোর্ডের কার্যালয় যা বর্তমানে জেলা পরিষদের পুরোনো বিল্ডিং নামে পরিচিত। ছবি: অরিন্দম ভৌমিক, ২০০৯
জেলা বোর্ডের কার্যালয় যা বর্তমানে জেলা পরিষদের পুরোনো বিল্ডিং নামে পরিচিত। ছবি: অরিন্দম ভৌমিক, ২০০৯

হে মুক্তিময় দাতা, পরাধীন ভারত যেদিন জগতের বিদ্বজ্জনসভায় অবহেলিত, তুমি তাহার জীবনকে মহান চৈতন্যে সঞ্জীবিত করিয়াছ, তোমার সাহিত্যে ভারতবাসী নবীন শৌর্য ও বীর্য লাভ করিয়া ধন্য হইয়াছে। হে তেজোদীপ্ত মহামানব, তুমি নবভারতের সন্তানদলের সাষ্টাঙ্গ প্রণিপাত গ্রহণ করো। হে শিল্পী, তোমার স্বরূপ শান্তিনিকেতনে আমরা দেখি প্রাচীন ভারতের সংস্কৃতি ও নব মানব সভ্যতার সঙ্গমতীর্থ। হে পরম অষ্টা তুমি জনগণের প্রণাম গ্রহণ করো ।


হে বুদ্ধ, ভারতের ব্রত উদযাপনের দিনে তোমার সাধনালব্ধ দৈববানী আমাদের সকল প্রচেষ্টার মন্ত্র হোক, তোমার আদর্শ সকল মহৎ কর্মে আমাদের অনুপ্রাণিত করুক, তোমার আশীর্বাদ জীবনের যজ্ঞক্ষেত্রে নবীন উৎসাহের সঞ্চার করুক।


হে,যুগ-সূর্য, হে সম্রাট কবি, তুমি আমাদের সকলের প্রণাম গ্রহণ করো ।


ইতি-

শ্রদ্ধাবনত


জেলাবোর্ডের সদস্যবৃন্দ মেদিনীপুর

অগ্রহায়ণ ৩০/৮/৪৬




M E D I N I K A T H A J O U R N A L

Edited by Arindam Bhowmik

(Published on 26.05.2024)


তথ্যসূত্র:

চিঠিপত্র।
Rabindranath Tagore- A Biography, KRISHNA KRIPALANI
কিছু বনফুল, দেবব্রত মুখোপাধ্যায়।
মেদিনীপুরে রবীন্দ্রনাথ, হরিপদ মন্ডল।
মেদিনীপুরে রবীন্দ্রনাথ, কবি দর্শন, আজহারুদ্দীন খান।
রবি প্রণাম, রবীন্দ্র স্মৃতি সমিতি, মেদিনীপুর।
সাহিত্যিক আজহারউদ্দীন খান! রবীন্দ্রনাথকে দেখা শেষ মেদিনীপুরবাসী :কামরুজ্জামান।



নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান।