হে নিত্যকালের কবি, তোমার পদরেণুস্পর্শে সমগ্র মেদিনীপুর আজ তীর্থক্ষেত্রে রূপান্তরিত । তোমর আবির্ভাব আজ আমাদিগকে পরিপূর্ণ গৌরবে উদ্দীপ্ত করিয়াছে। সূর্যের আলোকে উদ্ভাসিত প্রকৃতির ন্যায় আজ এই নগরের জীবন আলোকিত। হে স্বপ্রকাশ, তোমার মহিমার বেদীমূলে আমরা প্রণাম নিবেদন করি। হে বন্ধু, তুমি দেশের পল্লীজীবনের মালিন্য ও দারিদ্র্য দূর করিবার জন্য সমগ্র জীবনব্যাপী সংগ্রাম করিয়াছ; সেবায়, ত্যাগে, কর্মে, সাধনায় তুমি দেশবাসীকে উদ্বুদ্ধ করিয়াছ; দেশের কর্মজড়তাকে বিতাড়িত করিয়া সৃজনশীল মনুষ্যত্বকে প্রাণীণ মন্ত্রে উদ্বোধিত করিয়াছ। হে কর্মবীর, তোমার পদতলে প্রণাম জানাই ।
হে সংস্কারক, শিক্ষার অভাবে দারিদ্রের পঙ্গুতায়, স্বভাবের অবমাননায় কুসংস্কারের লজ্জায় যখন সমগ্র দেশ জর্জরিত, তুমি সেদিন আশায় আশ্বাসে, সঙ্কল্পের দৃঢ় চেতনায় আমাদিগকে বলীয়ান করিয়াছ। - হে আচার্য্য, জাতি বর্ণ নির্বিশেষের সকৃতজ্ঞ প্রণাম গ্রহণ করো ।
হে সর্বশাস্ত্র পারদর্শী মহাতাপস, তোমার অভ্যুদয়ে তোমার সুপ্রসন্ন দৃষ্টির প্রভাবে আমাদের সর্বগ্লানি, সর্ববাধা, সমস্ত লজ্জা ও সকল অন্ধকার বিদূরিত হোক। হে বিশাল ভারতের সভ্যতার মূর্ত বিগ্রহ, তোমার রেখাঙ্কিত পদের অনুসরণ করিয়া আমরা যেন মহান জীবনের আদর্শ সন্ধান করিতে পারি। হে নব ভারতের দীক্ষাগুরু, আমাদের সকলের সম্মিলিত প্রণাম গ্রহণ করিয়া আমাদিগকে ধন্য করো, কৃতার্থ করো।
ইতি
মেদিনীপুর পৌরসভার
সভ্যবৃন্দ
M E D I N I K A T H A J O U R N A L
Edited by Arindam Bhowmik
(Published on 16.06.2024)
তথ্যসূত্র:
চিঠিপত্র।
Rabindranath Tagore- A Biography, KRISHNA KRIPALANI
কিছু বনফুল, দেবব্রত মুখোপাধ্যায়।
মেদিনীপুরে রবীন্দ্রনাথ, হরিপদ মন্ডল।
মেদিনীপুরে রবীন্দ্রনাথ, কবি দর্শন, আজহারুদ্দীন খান।
রবি প্রণাম, রবীন্দ্র স্মৃতি সমিতি, মেদিনীপুর।
সাহিত্যিক আজহারউদ্দীন খান! রবীন্দ্রনাথকে দেখা শেষ মেদিনীপুরবাসী :কামরুজ্জামান।