এই প্রদেশে কিঞ্চিদধিক শতবর্ষ পূর্বে তীর্থঙ্করের ন্যায় শুদ্ধসংকল্প মহামতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন। তিনি অনন্য সাধারণ প্রতিভা ও সাধনা বলে হরজটায় আবদ্ধ মন্দাকিনীধারা রূপা বঙ্গবাণীকে সর্বসাধারণের গোচরীভূত করেছিলেন।
তার স্বতঃ উদ্বেলিত করুণা- নির্ঝর শিকরে সঞ্জীবিত হয়ে অনেকেই কীর্তি ও যশোলাভ করতে সমর্থ হয়েছেন। তিনি স্বাধীনচেতা, দৃঢ়মতি ও নির্ভীক ছিলেন। তাঁর বোধিসত্ত্ব সুলভ অসামান্য গুণাবলীর স্মৃতিরক্ষাকল্পে এই বিচিত্র প্রাসাদ নির্মিত হয়েছে।
হে বাণীর বরপুত্র মধুর শঙ্খরবসহ বঙ্গজননীর স্নিগ্ধ অনাবিল মন্দাকিনী ধারা বিশ্বের দ্বারে উপনীত করে সাহিত্যে নবজীবন সঞ্চার করেছে, যাঁর অমৃতনিস্যন্দনী লেখনী বঙ্গবাসীকে অনির্বচনীয় বহুসম্ভারে সমৃদ্ধ করে বিশ্বসভায় শ্রেষ্ঠ আসন গ্রহণ করবার যোগ্যতা দান করেছে, যাঁর প্রতিভা কবিরই ন্যায় ভাস্কর, তিনিই ঈদৃশ্য মহাপুরুষ স্মৃতিসৌধের প্রবেশ দ্বার উন্মোচন করতে সমর্থ।
তাই আজ আমি অশেষ শ্রদ্ধাভাজন ডক্টর রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয়কে অনুরোধ করি, তিনি এই স্মৃতিসৌধের দ্বার মোচন করুন। আমরা তাঁর নেতৃত্বে পরলোক মহাত্মার স্মৃতিসৌধে প্রবেশলাভ করে কৃত কৃতার্থ হই।
M E D I N I K A T H A J O U R N A L
Edited by Arindam Bhowmik
(Published on 23.06.2024)
তথ্যসূত্র:
চিঠিপত্র।
Rabindranath Tagore- A Biography, KRISHNA KRIPALANI
কিছু বনফুল, দেবব্রত মুখোপাধ্যায়।
মেদিনীপুরে রবীন্দ্রনাথ, হরিপদ মন্ডল।
মেদিনীপুরে রবীন্দ্রনাথ, কবি দর্শন, আজহারুদ্দীন খান।
রবি প্রণাম, রবীন্দ্র স্মৃতি সমিতি, মেদিনীপুর।
সাহিত্যিক আজহারউদ্দীন খান! রবীন্দ্রনাথকে দেখা শেষ মেদিনীপুরবাসী :কামরুজ্জামান।