মেদিনীপুরে রবীন্দ্রনাথ ঠাকুর  | मेदिनीपुर में रवीन्द्रनाथ टैगोर | Rabindranath Tagore in Medinipur (Midnapore)

মেদিনীপুরে রবীন্দ্রনাথ ঠাকুর


मेदिनीपुर में रवीन्द्रनाथ टैगोर | Rabindranath Tagore in Medinipur


অরিন্দম ভৌমিক।




Home » Famous people in Medinipur » Arindam Bhowmik » মেদিনীপুরে রবীন্দ্রনাথ ঠাকুর



মহিলাগণের অভিন্দননের উত্তরে রবীন্দ্রনাথ



যে পুণ্য অনুষ্ঠান সম্পন্ন করবার জন্য দুই এক দিনের জন্য আমি এখানে উপস্থিত হয়েছি আমি জানি তার নাম তোমাদের হৃদয়ের মধ্যে প্রবেশ করে অনুষ্ঠানকে পবিত্র করেছে। আমি সেটা উপলব্ধি করেছি। তোমাদের গার্হস্থ্যের অন্তরাল থেকে এই কয়দিন আমাকে যে সম্মান প্রেরণ করেছ তা আমার অন্তঃকরণকে মাধুর্য অভিষিক্ত করেছে। সেটা আমি উপলব্ধি করেছি অন্তরের মধ্যে।


আমার কণ্ঠ এখন ক্ষীণ হয়েছে, মন সম্পূর্ণভাবে কাজ করতে অক্ষম, তার উদ্যম কমে গেছে। তবে একটা জিনিস যা দেখে গেলুম বাংলা দেশে তোমাদের ভিতর দিয়ে যেটা অনুভব করলুম-সে হচ্ছে মেয়েদের জাগরক মুর্তি, সর্বত্র কর্ম পথে পুরুষকে উৎসাহ দিচ্ছে, দুর্গম পথে তাকে অগ্রসর করে দিচ্ছে। তোমাদের আশীর্বাদ বর্ধিত হচ্ছে, তাদের মাঝে, যারা, প্রাণপন দেশের হিতব্রতে আপনাদিগকে উৎসর্গ করেছে। আমরা যখন বালক ছিলুম, তখন এ দৃশ্য দেখিনি। তোমরা দেশমাতৃকার প্রতীক, প্রাণশক্তি দিয়ে যে উৎসাহ তোমরা দিতে পার একদিন আমরা তা থেকে বঞ্চিত ছিলুম। ঘরের ভিতরে আমাদের মা ছিলেন, নারীদের স্নেহ পেয়েছি সংকীর্ণ সীমার ভিতর দিয়ে। কিন্তু আজকে চারিদিকে তোমাদের অন্তরের যে শক্তির পরিচয় পাচ্ছি সে- নারীরূপিনী শক্তি সেটা দেশকে জাগ্রত করে তুলছে- এই নুতন জিনিস দেখলুম সংসার থেকে অপসৃত হওয়ার শেষ মুহূর্তে।


এমন একদিন ছিল যখন মেয়েদের মাধুর্য ও কল্যাণ শক্তি পরিপূর্ণ হয়নি বলে তোমাদের যথার্থ ভাব হতে দেশ বঞ্চিত ছিল এবং সকল কর্মে অসম্পূর্ণ ছিল। সত্যিকার শক্তি তখন জাগেনি। আজকে তোমরা তাকে জাগিয়ে তুলেছ। যাবার সময় এই আশীর্বাদ করি যে কল্যানের ব্রত অন্তঃপুর থেকে কন্টকক্ষেত্রের অন্তরাল থেকে তোমরা পূর্ণ করতে পার তাকে তোমরা গ্রহণ কর, স্বদেশকে স্বীকার কর। যেমন শিশুকে লালন পালন কর, বড় করে তোল, তেমনি করে তোমরা এই ব্রত সম্পূর্ণ করো। সমস্ত দেশের হয়ে। তোমরা দেশমাতৃকার প্রতীক। তার ভার তোমাদের রইল। অন্তরের ভিতর থেকে আমাদের শক্তিতে জাগিয়ে তোল- এই আমার আশীর্বাদ তোমাদের উপরে ।




M E D I N I K A T H A J O U R N A L

Edited by Arindam Bhowmik

(Published on 12.05.2024)


তথ্যসূত্র:

• চিঠিপত্র।
• Rabindranath Tagore- A Biography, KRISHNA KRIPALANI
• কিছু বনফুল, দেবব্রত মুখোপাধ্যায়।
• মেদিনীপুরে রবীন্দ্রনাথ, হরিপদ মন্ডল।
• মেদিনীপুরে রবীন্দ্রনাথ, কবি দর্শন, আজহারুদ্দীন খান।
• রবি প্রণাম, রবীন্দ্র স্মৃতি সমিতি, মেদিনীপুর।
• সাহিত্যিক আজহারউদ্দীন খান! রবীন্দ্রনাথকে দেখা শেষ মেদিনীপুরবাসী :কামরুজ্জামান।



নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান।