ডঃ সচীন্দ্রনাথ বড়পণ্ডা , Dr. Sachindra Nath Barapanda, डॉ सचिंद्र नाथ बारापंडा, Medinipur

ডঃ সচীন্দ্রনাথ বড়পণ্ডা | Dr. Sachindra Nath Barapanda

(31 October 1940 – 9 June 2020)


Dr. Sachindra Nath Barapanda was a Bengali writer from Maitana village (Ramnagar II Block) of Purba Medinipur District.

ডঃ সচীন্দ্রনাথ বড়পণ্ডা  | Dr. Sachindra Nath Barapanda | डॉ सचिंद्र नाथ बारापंडा

Picture Courtesy: Dipak Bara Panda

ডঃ সচীন্দ্রনাথ বড়পণ্ডা জন্মগ্রহণ করেন ১৯৪০ সালের ৩১ অক্টোবর অবিভক্ত মেদিনীপুর জেলার রামনগর থানার মৈতনা গ্রামে। পিতার নাম ব্রজমোহন বড়পণ্ডা এবং মাতা রাজস্বরী বড়পণ্ডা। সচীন্দ্রনাথ বাবু প্রাথমিক বিদ্যালাভ করেন বাড়ির পাশেই হটিচরণ প্রাথমিক বিদ্যালয় থেকে। এরপর ভর্তি হন আনন্দময়ী জুনিয়র হাইস্কুলে (বর্তমানে বটতলা আনন্দময়ী উচ্চমাধমিক বিদ্যালয়)। গ্রামের পাঠ শেষ করে তমলুক কলেজ থেকে বি.এ. পাশ করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানের সঙ্গে এম.এ. পাশ করেন।


কর্মজীবন শুরু করেন হুগলি জেলার গরলগাছা হাইস্কুলে সহকারি শিক্ষক হিসেবে। শিক্ষকতার পাশাপাশি সারাজীবন বাংলা সাহিত্যের নানা দিক নিয়ে অবিরাম গবেষণা করে গেছেন এই অকৃতদার মানুষটি। সচীন্দ্রনাথ বাবু 'বঙ্গ সাহিত্যের' উপর নিরন্তর গবেষণা করে পি.এইচ.ডি ডিগ্রি লাভ করেন। শিক্ষকতার জীবনে বহু বই লিখেছেন, অবসর গ্রহণের পর পুরোপুরি লেখার কাজে নিয়োজিত ছিলেন। বিভিন্ন নামী-দামী সংস্থা তাঁর বই প্রকাশ করেছে।

ডঃ সচীন্দ্রনাথ বড়পণ্ডা  | Dr. Sachindra Nath Barapanda | डॉ सचिंद्र नाथ बारापंडा

Picture Courtesy: Dipak Bara Panda

তাঁর লেখা বইগুলি হল -

১) রথের রাশি ও পনেরোটি কিশোর গল্প।

২) সেকালের বাংলা সাময়িক পত্র ও সংবাদ পত্রের ব্যাঙ্গ রচনা (২ খন্ড)।

৩) সেকালের কলকাতা কিংবদন্তী কাহিনী।

৪) বাংলার ব্যাকরণ চর্চা।

৫) সাহিত্য মালব।

৬) প্রান্তিক ও অবহেলিতদের গল্প।

৭) সাহিত্য মালিকা।

৮) বাংলা ব্যাকরণ রচনা প্রবেশিকা।


এই লেখার পাশাপাশি ডঃ সচীন্দ্রনাথ বড়পণ্ডা বিভিন্ন সংস্থা ও সেবায় নিয়োজিত ছিলেন, কাঁথি ১ নং ব্লকের সাতমাইল -এর কাছে চন্দনপুর বীরেন্দ্র লাইব্রেরীর অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। চন্দনপুর বিদ্যাসাগর সেবা সমিতির দুর্গোৎসব এর অন্যতম কর্মকর্তা রুপে দীর্ঘ ২৫ বছর ক্লাবের সভাপতি ছিলেন। রামনগর ২ নং ব্লকের মৈতনার ডেমুরিয়া রথতলা সমাজ কল্যাণ পরিষদের আমৃত্যু সভাপতি ছিলেন।

ডঃ সচীন্দ্রনাথ বড়পণ্ডা  | Dr. Sachindra Nath Barapanda | डॉ सचिंद्र नाथ बारापंडा

Picture Courtesy: Dipak Bara Panda

আমি নিজে সচীন্দ্রনাথ বাবুকে খুব কাছ থেকে অনেকদিন থেকে দেখেছি। এতবড় একজন পন্ডিত মানুষ জীবযাত্রা করতেন খুব সাধারণ। রাগতে উনাকে কোনদিনই দেখিনি। প্রচার বিমুখ এই মানুষটি ২০২০ সালের ৬ জুন রাত ১১ টার সময় আমাদের ছেড়ে চলে যান।


- নন্দন শীট।

midnapore.in


নন্দন শীট ঘৃতগ্রাম জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষক (কেশিয়ারী ব্লক)। কুইজ তাঁর নেশা। আঞ্চলিক ইতিহাস লেখক নন্দন বাবু মিডনাপুর ডট ইন -এর আজীবন সদস্য।