অতৃপ্ত, প্রেম, Bhograi, Kitatgarh, King, Panchetgarh, Queen, insatiable, love, Purba Medinipur, ভোগরাই, পঁচেটগড়, কিরাতগড়, কার্তিক সিংহ, Kartik Singha

অতৃপ্ত প্রেম

Insatiable Love

তপন কুমার রনজিৎ।


Home » Medinikatha Journal » Tapan Kumar Ranjit » Insatiable Love


ভোগরাইয়ের কাছারিবাড়িতে সাজো সাজো রব ৷ কাছারিবাড়ি সংলগ্ন শ্যামসুন্দর জীউ মন্দিরের বহিরঙ্গে রঙের প্রলেপ ৷ মন্দিরের বিগ্রহ নব কলেবরে সজ্জিত ৷ মন্দির চত্বর ঝাঁ চকচকে ৷ কাছারির দক্ষিণ মাঠ পেরিয়ে রাসমঞ্চে আলোর রোশনাই ৷ এক মায়াবী মাদকতায় আচ্ছন্ন ভোগরাই মহলের প্রজাসাধারণ ৷

রানি রেনুকাদেবী রাজার সাথে এখানে এসেছেন বেশ কয়েকবার ৷ কিন্তু এবারে আসাটা এক ভিন্ন তাৎপর্য বহন করছে ৷ রানিমা একাই আসবেন, সব হিসেব পাওনা গণ্ডায় বুঝে নেবেন ৷


অতৃপ্ত, প্রেম, Bhograi, Kitatgarh, King, Panchetgarh, Queen, insatiable, love, Purba Medinipur, ভোগরাই, পঁচেটগড়, কিরাতগড়, কার্তিক সিংহ, Kartik Singha
রাসমঞ্চ (ভোগরাই )। ছবিঃ তপন কুমার রণজিৎ

কমরদাগড়ের বাছাই করা একদল সৈন্য কাছারির চারিদিকে সদা প্রস্তুত ৷ দিন কয়েক হয়ে গেল সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ৷ নিরাপত্তা বলয় এতটা আঁটো সাঁটো যে মাছি গলবার জো নেই ৷

দোল পূর্ণিমার আগের দিন ৷ পঁচেটগড়ের রাজপ্রাসাদ থেকে পালকিতে উঠে বসলেন রাজমাতা ৷ কুলপুরোহিত প্রসাদি ফুল মাথায় ছুঁইয়ে দিলেন ৷ নির্দেশ পাওয়া মাত্র বেহারার দল এগিয়ে চলল ৷ পালকির সামনে চলেছে সুসজ্জিত হাতির দল ৷ দু'পাশে সদা জাগ্রত একদল লগদি ৷ পেছনে অশ্বারোহী রামপুরী যোদ্ধার দল৷


অতৃপ্ত, প্রেম, Bhograi, Kitatgarh, King, Panchetgarh, Queen, insatiable, love, Purba Medinipur, ভোগরাই, পঁচেটগড়, কিরাতগড়, কার্তিক সিংহ, Kartik Singha
শ্যামসুন্দর জীউ মন্দির (ভোগরাই )। ছবিঃ তপন কুমার রণজিৎ

শ্রীচৈতন্যের শ্রীক্ষেত্রে যাওয়ার পথ ধরে ললাট এ পৌঁছালেন ৷ তারপর দক্ষিণে এগরা ৷ দক্ষিণ-পশ্চিমে বেহারার দল পালকি নিয়ে চলেছে ৷ পথে পথে আলংগিরি, মোহনপুর , গোমুণ্ডা হয়ে পালকি নাপোতে পৌঁছানো মাত্র ঊড়িষ্যাতে প্রবেশ করলেন রাজমাতা ৷ রাস্তার দু'পাশে প্রজাকুলের উপস্থিতি বুঝিয়ে দিল পঁচেট রাজের গুরুত্ব ৷

কমরদাগড়ে প্রবেশ করা মাত্র রাজমাতা পেলেন বিশেষ সম্মর্ধনা ৷ দ্বিপ্রাহরিক আহার শেষে মন্ত্রণাকক্ষে প্রবেশ করলেন রাজমাতা৷ উপস্থিত ছিলেন ময়ূরভঞ্জের রাজদূত, জামকুণ্ডার জমিদার, সাহাবন্দরের নায়েব, ভেড়িবারাঙ্গার পণ্ডা জমিদার এবং ভোগরাই কাছারির নায়েব ৷ রুদ্ধদ্বার মন্ত্রণাকক্ষ ৷ পরিকল্পনার বিন্দুমাত্র আঁচ পাওয়া গেল না ৷মুহূর্তের মধ্যেই দ্বার উন্মুক্ত হল ৷ অতিথিগণ ফিরে গেলেন যে যার গন্তব্যে ৷



অতৃপ্ত, প্রেম, Bhograi, Kitatgarh, King, Panchetgarh, Queen, insatiable, love, Purba Medinipur, ভোগরাই, পঁচেটগড়, কিরাতগড়, কার্তিক সিংহ, Kartik Singha
কাছারিবাড়ি (ভোগরাই )। ছবিঃ তপন কুমার রণজিৎ


বসন্তের পশ্চিমা রোদে রাজমাতা রাঙা হয়ে উঠেছেন ৷ পালকি এগিয়ে চলল ভোগরাইয়ের কাছারিবাড়ির দিকে ৷ পঞ্চাশ জনের বিশেষ প্রশিক্ষিত অশ্বারোহী সেনা দুইভাগে বিভক্ত হয়ে পালকির সামনে ও পেছনে যোগ দিল ৷ কমরদাগড় থেকে ভোগরাই কাছারিবাড়ি পর্যন্ত রাস্তার দু'পাশে প্রজাকুলের রাজমাতার উদ্দেশ্যে জয়ধ্বনিতে মুখরিত হয়ে উঠল ৷

ভোগরাইয়ের মাটিতে রাজমাতা রেণুকাদেবীর চরণ স্পর্শ করা মাত্র কিরাতগড়ের রাজা কার্তিক সিংহের হৃদয় কেঁপে উঠল ৷ জেগে উঠল পাশবিক শক্তি ৷ রাজামাতাকে রানি বানানোর সুপ্ত কামনা উদগ্র হয়ে উঠল ৷ হৃদয় কোন্দরে তুফান উঠল ৷ রাজামাতাকে রানিবেশে পঁচেটগড় রাজ যেদিন 'জাগরি কুণ্ড' দেখাতে নিয়ে এসেছিলেন সেদিন কার্তিক সিংহ সদ্যবিবাহিত রানিকে আড়চোখে দেখেছিলেন ৷ ততদিন থেকে রানির রূপে ঝলসে রয়েছেন কিরাতরাজ ৷ এবারে রাজা নেই ৷ সুবর্ণ সুযোগ ! ফন্দি আঁটতে থাকলেন রাজা কার্তিক ৷


অতৃপ্ত, প্রেম, Bhograi, Kitatgarh, King, Panchetgarh, Queen, insatiable, love, Purba Medinipur, ভোগরাই, পঁচেটগড়, কিরাতগড়, কার্তিক সিংহ, Kartik Singha
ভোগরাই বাশুলি। ছবিঃ তপন কুমার রণজিৎ

রাজমাতা কাছারিবাড়ির পেছনে কুলদেবতা শ্যামসুন্দর জীউএর পুষ্করিণীতে স্নান সেরে , সন্ধ্যারতির জন্য মন্দিরে প্রবেশ করলেন ৷ মন্দিরের পূজারির সঙ্গে দোলের দিনের কর্মপন্থা স্থির করে বিশ্রামে গেলেন ৷

প্রভাতে দোলযাত্রার আয়োজন সম্পূর্ণ ৷ শুরু হল ভোগারাই বাশুলি মাতা ও বাবা চন্দনেশ্বরকে ভেট প্রদান করে মাঙ্গলিকী অনুষ্ঠান ৷ বিকেলে নগরকীর্তন সহযোগে নগর পরিক্রমা ৷ সন্ধ্যায় রাসমঞ্চে ভোগরাইয়ের প্রজাকুল মেতে উঠল দোল উৎসবে ৷ প্রথা অনুযায়ী দান ধ্যান শুরু করলেন ৷



দোলের পরদিন প্রভাতে ভোগরাইয়ের বাতাস ভারি হয়ে উঠল ৷ রাজমাতা বাশুলি মাতার দর্শণ শেষে সুবর্ণরেখার নদী ঘাট পঁতেইতে পৌঁছালেন ৷ ওপারে জামকুণ্ডা ৷ জমিদার সুদৃশ্য নৌকা নিয়ে হাজির ৷ নৌকাবিহার শেষে 'ভূবান্ধ' এ যাওয়ার ইচ্ছে প্রকাশ করলেন ৷ চলছেন পালকিতে, নিরাপত্তার ঘাটতি নেই ৷ সাথে যোগ দিয়েছে জামকুণ্ডা জমিদারের লেঠেল বাহিনী৷ ঠাকুরভৌঁরি, কাঠকোটা, বনবাড়ি হয়ে ভুয়াবাঁধ থেকেই শবর, কিরাত প্রভৃতি আদিবাসীদের গ্রাম ৷ বনবাশুলি মন্দির৷ পশ্চিমমুখী ছোটোমাপের দেবালয়ে মাকড়া পাথরের বিচিত্র দর্শন বিভিন্ন মূর্তির সমাবেশ ৷ দর্শন শেষে রাজমাতা গঙ্গাধর শিবমন্দিরে পূজা দিলেন ৷ চললেন কিরাতসালে, 'জাগরি কুণ্ড' দর্শন শেষে ফিরবেন কাছারিবাড়িতে ৷

সিঁদুরমুড়ি মন্দিরের কাছে রাজমাতার পালকি থামা মাত্র, সুসজ্জিত হাতির পালের সমবেত বিকট বৃংহণ ধ্বনি জানান দিল বিপদ সংকেত ৷ দূর থেকে দৃশ্য হল শ'পাঁচেক কিরাতসৈন্য চারদিক থেকে ছুটে আসছে ৷ তড়িৎ গতিতে, রাজমাতার নিজস্ব লগদি সৈন্যবাহিনী পালকির চারিদিকে সুরক্ষা বলয় রচনা করল ৷ দ্বিতীয় বেষ্টনিতে জামকুণ্ডা জমিদারের লেঠেল বাহিনী ৷ তৃতীয় বেষ্টনিতে ভেড়িবারাঙ্গার পণ্ডা জমিদারের লেঠেল বাহিনী ৷ তৃতীয় বেষ্টনির চারিদিকে চক্রাকারে টহল দিতে লাগল কমরদাগড়ের প্রশিক্ষিত অশ্বারোহী বাহিনী ৷ সম্মুখ সমরে কিরাতসৈন্যের মোকাবিলা করতে এগিয়ে চলল রামপুরের বিশেষ অশ্বারোহী বাহিনী৷ তাদের ছোঁড়া তীর, বল্লমে একের পর এক কিরাত সৈন্য লুটিয়ে পড়ল মাটিতে ৷ কিরাতরাজ কার্তিক সিংহের ঝটিকা আক্রমণে পিছু হটতে শুরু করল রামপুরী সেনা ৷ প্রাণ গেল গুটি কয়েক সেনার ৷ খানিক বিপদ সামলে নিয়ে অসম সাহসী এই যোদ্ধা দল তিন দিক থেকে রাজা কার্তিককে ঘিরে ধরল ৷ বন্দী হলেন কিরাত গড়ের শেষ রাজা ৷ রাজমাতা রেনুকাদেবী দখল নিলেন কিরাতগড়ের ৷ কমরদাগড় থেকে সাহাবন্দর - এই বিস্তৃত অঞ্চল পাঁচেটগড়ের অধীন হল ৷ মারাঠাদের অধিকার সুরক্ষিত হল ৷ কিন্তু শবর, কিরাত তথা আদিবাসীদের শেষ আশ্রয়স্থল হারিয়ে গেল চিরতরে ৷ ইতিহাসের পাতা থেকে মুছে গেল কিরাত গড় নামটি ৷ উত্তরপ্রদেশের রামপুরী সেনাদের দ্বারা এই জয় সম্ভব হয়েছিল বলে জায়গাটির নাম হল 'জয়রামপুর'


অতৃপ্ত, প্রেম, Bhograi, Kitatgarh, King, Panchetgarh, Queen, insatiable, love, Purba Medinipur, ভোগরাই, পঁচেটগড়, কিরাতগড়, কার্তিক সিংহ, Kartik Singha
বাশুলি মন্দির। ছবিঃ তপন কুমার রণজিৎ

রাজমাতার নির্দেশে কিরাতরাজকে আনা হল 'জাগরিকুণ্ড'-এ ৷ রাজমাতা বন্দীর শেষ ইচ্ছা জানতে চাইলেন ৷ বন্দী হাসতে হাসতে সদর্পে ঘোষণা করলেন, 'মৃত্যুর আগে আপনাকে একবার রানি রূপে পেতে চাই ৷'

কর্ণগোচর হওয়া মাত্র রাজমাতা তাঁর আত্মরক্ষার ছুরিকা দিয়েই বন্দীর প্রাণ কেড়ে নিলেন ৷ তাজা রক্ত ফিনকি দিয়ে ছিটকে পড়ল গায়ে মাথায় ৷ হয়তো বন্দীর শেষ ইচ্ছে পূরণ হল ৷ বন্দীর দেহ নিক্ষেপ করা হল জাগরিকুণ্ডে।


অতৃপ্ত, প্রেম, Bhograi, Kitatgarh, King, Panchetgarh, Queen, insatiable, love, Purba Medinipur, ভোগরাই, পঁচেটগড়, কিরাতগড়, কার্তিক সিংহ, Kartik Singha
সুবর্ণরেখা নদী ঘাট পঁতেই ওপারে জামকুন্ডা এপারে ভোগরাই। ছবিঃ তপন কুমার রণজিৎ

কিরাত, শবরদের শেষ আর্তনাদ পলাশের আগুন ঝরা পশ্চিমাকাশে সুবর্ণরেখার জলে মিলিয়ে গেল ৷ চাপা পড়ে রইল এক 'অতৃপ্ত প্রেমকাহিনী'৷


midnapore.in

(Published on 14.05.2023)