তপন কুমার রনজিৎ।

এ কালের জনপ্রিয় নান্দনিক আধুনিক ও আঞ্চলিক ভাষার কবি, মরমী সাহিত্যিক এবং প্রামাণ্য তথ্যসমৃদ্ধ জীবন সংস্কৃতি গবেষক তপন কুমার রণজিৎ এর জন্ম পূর্বমেদিনীপুর জেলার অন্তর্গত সাগরতীরে রূপ নগরী কলকল্লোলিনী দীঘার অনতি উত্তরে শিক্ষা সংস্কৃতিতে পরিশীলিত অলংকারপুর গ্রামে, সালটা - ১৯৭৩ খ্রিঃ | সমাজ বিজ্ঞান শাখার ইতিহাস এর বিষয় শিক্ষক ৷ শিক্ষকতার পাশাপাশি গবেষণাধর্মী ইতিহাস নির্ভর একাধিক গ্রন্থ রচনার কাজে এই সুধন্য শিক্ষাব্রতী সততই ব্যাপৃত ৷ আসলে কালি- কলম আর কাগজ মন নিয়ে মানুষের কথা বলা তাঁর সেরার সেরা নেশা | সম্পূর্ণ নতুন আঙ্গিকে লেখা তাঁর যে কোনো কবিতা ও তথ্যপুষ্ট গদ্যসাহিত্য বর্তমান ও আগামী প্রজন্মের কবিতা প্রেমিক তথা নব্যগবেষকদের আত্যন্তিক বিস্ময়, প্রানিত আবেগ ও বিষয়ের গভীর সত্যতায় নিবিষ্ট করবেই ৷।

তপন কুমার রনজিৎ, Tapan Kumar Ranjit