দেবলীনা মজুমদার। চন্দ্রকোনা শহরে জন্ম। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য নিয়ে এম.এ পাশ করেছেন। পেশায় তিনি একজন শিক্ষিকা এবং বাড়িতে সমস্ত বোর্ডের বাচ্চাদের টিউশন পড়ান।লেখালিখিতে সক্রিয়, “শুকতারা” সহ বিভিন্ন সাময়িকীতে তাঁর রচনা প্রকাশিত হয়েছে। সঙ্গীত তাঁর বড় ভালোবাসা—আকাশবাণী (অল ইন্ডিয়া রেডিও)-তে তিনি গান পরিবেশন করেছেন। ভ্রমণ তার অন্যতম নেশা। লেখা ও সঙ্গীত কে জীবনের ধ্রুবতারা মানেন।
● চন্দ্রকোনার মুকুটহীন সম্রাট শ্রী সত্য ঘোষাল এর স্মৃতিচারণায় দৌহিত্রী।