দেবাশিস মাইতি।


গান আর কবিতার প্রতি ভালোলাগা থেকেই লেখালেখির শুরু। জন্ম ১৯৯৮ সালের ৩রা জুলাই পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার অন্তর্গত গৌরাঙ্গপুর গ্রামে। ২০২২ সালে পাঁশকুড়া বনমালী কলেজ থেকে ইতিহাসে গ্র্যাজুয়েশন পাশ করবার পর এখন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে এম.এ. পড়ছেন। ভালোবাসেন বাংলাদেশের নাটক । প্রিয় গায়ক অরিজিৎ সিং, হেমন্ত মুখোপাধ্যায়। কবিতা, গল্প লেখার পাশাপাশি এবার তিনি হাত দিয়েছেন প্রবন্ধ রচনায় । এটি তার প্রথম প্রবন্ধ। প্রকাশিত কবিতার বই - 'আবেগুলো জুড়িয়ে এলো'।


দেবাশিস মাইতি, Debashis Maity, Midnapore

দেবাশিস মাইতি-র অন্যান্য লেখা।


● আমার গ্রাম গৌরাঙ্গপুর।