জন্ম ১৯৪৬, পূর্ব মেদিনীপুরের কাঁথির খাগড়াবনি গ্রামে । রবীন্দ্রভারতী থেকে এম.এ ; পি.এইচ.ডি । নেতাজিনগর বিদ্যালয়ের প্রধান শিক্ষক । স্বেচ্ছা অবসর । ভারত সরকারের সিনিয়র রিসার্চ ফেলোশিপ লাভ । সোমেন চন্দ, হরিশ মুখার্জী , কেদারনাথ মজুমদার , জে টি সাণ্ডারল্যাণ্ড সম্বন্ধে প্রথম আলোকপাত। এছাড়া বাংলা সাহিত্যে প্রগতি চিন্তা , কারাগার কণ্ঠরোধ রবীন্দ্রনাথ , রবীন্দ্রনাথ ও মুসলমান সমাজ , সওগাত মুসলিম মানস রবীন্দ্রনাথ , মার্কসবাদের বিশ্বভ্রমণ , মেঘনাদবধ কাব্যের উপন্যাসরূপ , সেই সব দিন সেই সব মানুষ , রাধাকথা কৃষ্ণকথা , শিল্পী আক্রান্ত, বাংলার নবজাগরণের কুশীলব ও কালপঞ্জি প্রভৃতি গ্রন্থপ্রণেতা । অভিধান সংকলন ( UNIQUE OXFORD DICTIONARY , DICTIONARY OF ENGLISH GRAMMAR , বাংলা ব্যাকরণ অভিধান।