জ্যোতির্ময় খাটুয়া।


১৯৮৪ সালের ১১ই মার্চ বর্তমান পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার দুবলাবাড়ী গ্রামের এক কৃষক পরিবারে জন্মগ্রহন করেন। পিতা সুভাষ খাটুয়া এবং মা অঞ্জলী খাটুয়া। ছোটবেলা থেকেই সবুজের প্রতি তাঁর অদ্ভুত টান। সেই টান আজও কমেনি, বাড়িতে নিজেই চারা তৈরী করে নিয়মিত বৃক্ষ রোপন করেন। সমাজসেবায় নিয়োজিত প্রাণ। কোভিড চলাকালীন নিজের ছোট ট্রাক বোঝাই ত্রাণসামগ্রী নিয়ে পৌঁছে গিয়েছিলেন ঝাড়খন্ড সীমান্তবর্তী গ্রামগুলিতে। একইভাবে আম্ফানের (Amphan cyclone) সময় পৌঁছে গেছিলেন খেজুরীতে। ২০২২ সালে ইয়াস ঘূর্ণিঝড়ের পরে স্ত্রাণসামগ্রী বিতরণের সময় তাঁর ব্লাড ক্যান্সার ধরা পড়ে। শুরু হয় এক অসম লড়াই। স্ত্রী শম্পা-র সহযোগিতায় সেই লড়াই আজও চলছে।


জ্যোতির্ময় খাটুয়া, Jyotirmoy Khatua, Dublabari, Ramnagar