ধ্রুব মাহাত।

ধ্রুব মাহাত'র জন্ম ঝাড়গ্রাম থানার অন্তর্গত বনকাটি গ্রামে। বর্তমানে কলকাতার বদরতলা হাই স্কুলে (উঃ মাঃ) শিক্ষক হিসাবে কর্মরত। ঝাড়গ্রাম জেলার সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে বিশেষভাবে উৎসাহী। তার লেখা দৈনিক স্টেটসম্যান, জনস্বার্থ বার্তা, ইতিহাস ও লোকসংস্কৃতি:১, নতুন প্রভাত, সংকেত, মাদল, সংহতি ও মহুল মহক পত্রিকায় প্রকাশিত।

ধ্রুব মাহাত, Dhruba Mahata