শ্রীমতী লক্ষ্মী পালের জন্ম উত্তর ২৪পরগণার বনগ্রাম শহরে।। 'কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়,' 'দীনবন্ধু মহাবিদ্যালয় '-এ পড়াশোনা করার পর তিনি 'কলকাতা বিশ্ববিদ্যালয় ' থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।কলকাতার 'লেক টাউন গভঃ স্পনসরড গার্লস হাই স্কুল'-এর প্রাক্তন শিক্ষিকা শ্রীমতী লক্ষ্মী পালের যাপিত জীবন পড়াশোনা, সমাজসেবা, হস্তশিল্প এবং ভ্রমণকেন্দ্রিক। তাঁর লেখা প্রবন্ধ ও গল্পগুলি পূষা, শব্দ ও শাব্দিক, নজরুল সাহিত্য পরিষদ পত্রিকা, উদয়ন, দোলনচাঁপা, ফলা,বহুস্বর, ঈক্ষণ, শালফুল (সম্পাদিকা) , যুগন্ধর প্রভৃতি পত্রিকায় ছড়িয়ে আছে। লেখিকার প্রিয় বিষয় নজরুল সাহিত্য, লোকসংস্কৃতি, আবহমানের নারী। শ্রীমতী পাল পরিবর্তনশীল সমাজের বিবিধ বিষয় নিয়ে নিরন্তর ভাবেন এবং তাঁর কলমে উঠে আসে নিজস্ব উচ্চারণ।