লক্ষ্মী পাল।


শ্রীমতী লক্ষ্মী পালের জন্ম উত্তর ২৪পরগণার বনগ্রাম শহরে।। 'কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়,' 'দীনবন্ধু মহাবিদ্যালয় '-এ পড়াশোনা করার পর তিনি 'কলকাতা বিশ্ববিদ্যালয় ' থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।কলকাতার 'লেক টাউন গভঃ স্পনসরড‌ গার্লস হাই স্কুল'-এর প্রাক্তন শিক্ষিকা শ্রীমতী লক্ষ্মী পালের যাপিত জীবন পড়াশোনা, সমাজসেবা, হস্তশিল্প এবং ভ্রমণকেন্দ্রিক। তাঁর লেখা প্রবন্ধ ও গল্পগুলি পূষা, শব্দ ও শাব্দিক, নজরুল সাহিত্য পরিষদ পত্রিকা, উদয়ন, দোলনচাঁপা, ফলা,বহুস্বর, ঈক্ষণ, শালফুল (সম্পাদিকা) , যুগন্ধর প্রভৃতি পত্রিকায় ছড়িয়ে আছে। লেখিকার প্রিয় বিষয় নজরুল সাহিত্য, লোকসংস্কৃতি, আবহমানের নারী। শ্রীমতী পাল পরিবর্তনশীল সমাজের বিবিধ বিষয় নিয়ে নিরন্তর ভাবেন এবং তাঁর কলমে উঠে আসে নিজস্ব উচ্চারণ।


লক্ষ্মী পাল, Lakshmi Pal, Midnapore