প্রগতিশীল বৈষ্ণব পরিবারে জন্ম, মাতা-পিতা উভয়েই স্বাধীনতা সংগ্রামী । দিল্লির আই আর আই থেকে জেনেটিক্স (বংশতত্ত্ব বিজ্ঞান)-এ পিএইচডি, উচ্চতর গবেষণা ইউকে ও ইউএসএ-তে। কল্যাণী বিশ্ববিদ্যালয় ও বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা এবং বিভাগীয় প্রধান। অবসর গ্রহণের পর কলিকাতা বিশ্ববিদ্যালয় ও নরেন্দ্রপুরে (রামকৃষ্ণ বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়, বেলুড়) গেস্ট ফ্যাকাল্টি। বিজ্ঞান সংক্রান্ত কয়েকটি বই প্রকাশিত ও বিভিন্ন আন্তর্জাতিক পত্রিকায় দুশোর অধিক গবেষণাপত্র প্রকাশ। পনেরো জনের মতো ছাত্র পিএইচডি ডিগ্রি লাভ করেছে লেখকের তত্ত্বাবধানে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ভারত সরকারের বিবিধ সংস্থায় আমন্ত্রিত বিশেষজ্ঞের দায়িত্ব পালনে।
সমান্তরালভাবে দীর্ঘকাল বাংলায় সাহিত্যচর্চা। গল্প, রম্য রচনা, প্রবন্ধ ও ভ্রমণকাহিনি প্রকাশিত সাহিত্য পত্রিকায়। সম্প্রতি লেখকের রচিত “স্বাধীনতা সংগ্রামী জননায়ক বসন্তকুমার” বইটি বিশিষ্টজনের দ্বারা সমাদৃত। 'নানা রঙের গল্প' লেখকের নবতম প্রয়াস।