জন্ম ১৯৬২ সালে, বীরভূম জেলার নানুর ব্লকের পাঁকুড়হাঁস গ্রামে মাতুলালয়ে। মেদিনীপুর কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক। পরে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে স্নাতকোত্তর। পুলিশ সার্ভিসে এসআই হিসেবে যোগ দেন। ২০২২ সালের ডিসেম্বরে পশ্চিম মেদিনীপুর জেলা থেকে ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (প্রশাসন) হিসাবে অবসর গ্রহণ করেন। জঙ্গলমহল, কলকাতাসহ বিভিন্ন জেলায় কাজ করেছেন। ঘুরতে ভালোবাসেন, বিশেষ করে অফবিট জায়গাগুলিতে। অবসর সময়ে পুরনো দিনের স্মৃতি ও অভিজ্ঞতা লিখতে ভালোবাসেন। সেই স্মৃতিকথাই ধারাবাহিকভাবে প্রকাশিত হবে 'মেদিনীকথা পত্রিকায়'। মেদিনীপুর শহরকে ভালোবেসে পাকাপাকিভাবে থেকে গিয়েছেন এই শহরে।