পট, পুথি, লোকনাট্য ও লোক ঐতিহ্যে দেবী চণ্ডী  | Goddess Chandi in Patachitra, Manuscript, folk drama and folk tradition

পট, পুথি, লোকনাট্য ও লোক ঐতিহ্যে দেবী চণ্ডী | Goddess Chandi in Patachitra, Manuscript, folk drama and folk tradition

শ্যামল বেরা।

আর রত্নমালার ঘাটে গিয়ে উপনীত হল / রত্নমালার ঘাটে বাজে ধামসার ধ্বনি

কোটালে কোটালে ডকিয়া করে কানাকানি / (আর) ভালোমন্দ কথা তারা রাজারে সুধায়

খাট পালঙ্ক পেতে রাজা শালিবাহন বসেছিল / (আর) জোড় হাতে শ্রীমন্ত যে পরিচয় দিল

তোমারই মুলুকে রাজা এক অপূর্ব কাহিনি / (আর) নারী হয়ে গিলে গজ দেখে এলাম আমি

শালিবাহন বলে শ্রীমন্ত দেখাহ আমারে / (আর) অর্ধেক রাজ্য কন্যা দান দেবো যে তোমারে

(আর) না দেখাতে পার শ্রীমন্ত আমার বচন / দক্ষিণ মশানে তোমার মস্তক করিব ছেদন


কমলে-কামিনী হবে কালীদহে গেলে / (আর) ছল করে মা ভবানী লুকায়ে রহিল

না দেখাতে পেরে শ্রীমন্ত বিপদে পড়িল / (আর) কোটালে ডাকিয়া তারে বন্ধন করিল

বন্ধন করিয়া তারে মশানে লইয়া গেল / বন্ধন জ্বালায় শ্রীমন্ত কাঁদিতে লাগিল

প(আর) চন্ডী-চিল হয়ে মাগো গগনে উড়িল / (আর) বুড়ি ব্রাহ্মাণীর বেশে পথে দেখা দিল

(আর) শ্রীমন্ত হাতের বন্ধন খসিয়া পড়িল / দুষ্টু শালিবাহন রাজা তবু চিনিতে না পারিল

মশানে কাটিবে মাথা ঘাতক নিয়ে গেল / (আর) আঠারো হাত হয়ে দুর্গা মশানে দাঁড়াল

কার বাড়ি গিয়ে ছিলে মাগো কে করেছে পৃজা / জন্ম-মাস দেখে মাগো হল আঠারো ভূজা

বেল ফুলের মালা মাগো জবা ফুলের গাথুনি / (আর) মালা হতে ডাক ছাড়ে শঙ্কর ভবানী

ধন্য তোমার পূজা মাগো ধন্য তোমার পুজা / তোমার পূজা করে মাগো হলেন রাজা

দিলাম তোরে বর শ্রীমন্ত, দিলাম তোরে বর / (আর) দুষ্টু শালিবাহন রাজার কন্যা সুশীলারে বিয়ে কর।

বিয়ে করে পিতা পুত্র দেশে ফিরে গেল / আর চৈত্র মাসে বাসস্তী পূজা শ্রীমন্ত যে দিল

জেলা আমার পূর্ব মেদিনীপুর গো তমলুক থানায় ঘর / (আর) গ্রাম কার্খদা পোষ্ট আলিনান নাম বাবলু চিত্রকর।

বাবলু চিত্রকর, বয়স (8৫) এর কাছ থেকে সংগৃহীত

২য় ছাত্র - গরু উড়িতেছে- পাখি চরিতেছে- আমি বাড়ি যাবো।


দুর্গার শঙ্খ পরা পটের গান

সর্ব মঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে / সর্ব শক্তি গৌরি নারায়ণী নমোহস্তুতে

কৈলাসে বসে দেখ শঙ্কর-শঙ্করী / কিবা বিরাজিত আহা মরি মরি

দুর্গা বলে ওগো স্বামী, শাঁখা কিনে দাও গো / শিব বলে ওগো দুর্গে কড়ি কোথা পাবো

ভিক্ষান্নে জীবন মোর ফিরি দ্বারে দ্বারে / কোথায় পাবো ধন তোমার শঙ্খ পরিবারে

থাক তবে শঙ্খ পরা দুর্গা রেগে বলে / আজকে আমি বাপের বাড়ি যাবো গো চলে

এই বলে দুর্গা দেবী চলিল বাপের বাড়ি / হেন সময় নারদ ভ্রমণে আসিল।

নারদ বলিল মামা, শোন মামা তবে / (আর) ব্রাঘ্র মুর্তি হও তুমি, মামি ভয় পাবে

নারদের কথা শুনি শিব ব্রাঘ্র মূর্তি ধরে / রাস্তায় দাঁড়াইল ভীষণ হঙ্কারে

ব্রাঘ্র মূর্তি দেখে দুর্গা দেবী পৃষ্ঠেতে চড়িল / লজ্জিত হইল শিব পছারে পালাইল

তখন দুর্গা দেবী বাপের-বাড়ি চলিল / নারদ বলিল মামা শোন মামা তবে

মায়া নদী হও তুমি মামি ভয় পাবে / নারদের কথা শুনি শিব সাজে মায়া নদী

ডাকিতে লাগিল শিব কান্ডারী কান্ডারী / কান্ডারী শিব লয়া আসে তরী


শিবানী বলে ও কাণ্ডারী পার করে দাও / শিব বলে তিন জন তিন কাহান, দাও

তাই হবে বলে দূর্গা উঠিল ডিঙ্গিতে / দুটি পুত্র কোলে করে মাঝারে বসায়ে

ঝড় বৃষ্টি বজ্রপাত হয় নৌকাতে / কিত দুঃখ পেয়ে দুটি ছেলে কাঁদে উভরায়

কোথায় আছ পিতা মোর রক্ষা কর এ সময় / এই বলে কাণ্ডারী চলিল নদীর ওপারে

পদধূলি দিয়ে নেলাম তোমার নৌকাতে / দুটি পুত্র নিয়ে শিব কৈলাসেতে ফিরিল

নারদ বলিল শুন মামা তবে শাঁখারী সাজো / শাঁখারি সাজো গো মামা গিরিপুরে গিয়ে

নারদের কথা শুনে শিব সাজে শাঁখারি / গিরিপুরে গিয়ে হলেন ব্যাপরি

শঙ্খ পরিবে কে কোন কুলনারী / অন্তঃপুরে ছিল দূর্গা শঙ্খ শুনে এল

কোথায় সে শাঁখারী বলে ডাকিতে লাগিল / শাঁখারির কাছে এসে হস্ত বাড়াহলা

শাঁখা পরানোর বলে মূল্য যে চাইল / কত মূল্য দিতে হবে দিয়ে যাই চলে

পরের ঘরনী তুমি হও সতী নারী / ক্ষমা কর দেবি মোরে গরীব শাঁখারি

শাঁখারির মুখের কথা শুনে দুর্গা চমকি উঠিল / নিজের স্বামীকে চিনিতে পারিল

(আর) দু'জনে মিলিত হয়ে কৈলাসে চলিল। / এই খানেতে শেষ করিলাম কবিতার বন্দনা

নামটি আমার মন্টু চিত্রকর, গ্রাম কার্খদা / পোষ্ট আলিনান, জেলা পূর্ব মেদিনীপুর হয় ঠিকানা

মন্টু চিত্রকর, বয়স (৫০) -এর কাছ থেকে সংগৃহীত


midnapore.in

(Published on 13.06.2020 - প্রথম প্রকাশ: সমীক্ষাপত্র লোকায়ত, প্রথম বর্ষ, তৃতীয় সংখ্যা, এপ্রিল-জুন, ২০০৪)

শ্যামল বেরা, Shyamal Bera

শ্যামল বেরা। অধুনা পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার জশাড় গ্রামে জন্ম (২৬.০১.১৯৬৩)। একদা কর্মস্থল এবং বাসস্থান কোলাঘাট । উত্তর-পূর্ব মেদিনীপুরের লোকজীবন ও লোকসংস্কৃতি নিয়ে গবেষণা করেছেন কলিকাতা বিশ্ববিদ্যালয়ে । লোকনাট্য ও পুথি নিয়ে বেশ কয়েকটি গ্রন্থ প্রনয়ণ করেছেন । মধ্যেযুগের কবি দ্বিজ নিত্যানন্দ ও দয়ারাম দাস-এর পুথি নিয়ে গুরুত্বপূর্ণ কাজ করেছেন। বর্তমানে তারাপদ সাঁতার রচনা সংগ্রহ সম্পাদনার কাজে নিবিষ্ট রয়েছেন। শ্যামল বেরা 'মিডনাপুর-ডট-ইন' এর সম্মানীয় সদস্য ও পুথি বিষয়ক উপদেষ্টা।