আনন্দরূপ নায়েক।


কবি, গদ্যক লেখক। জন্ম ২৭ অক্টোবর, ১৯৭৬। জন্মসূত্রে পূর্ব মেদিনীপুর জেলার মানুষ। মেদিনীপুর শহরের স্থায়ী বাসিন্দা। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা'য় স্নাতকোত্তর। এম ফিল। শিক্ষাবিজ্ঞানে পেশাভিত্তিক ডিগ্রি। পেশায় জীবন বিজ্ঞানের শিক্ষক। ভালোবাসেন ফোটোগ্রাফি। প্রকৃতির ছবি তোলায় তাঁর বিশেষ আগ্রহ। ভালোবাসেন প্রকৃতির মাঝে ঘুরে বেড়িয়ে সময় কাটাতে। পছন্দ করেন নির্জনতা। প্রকাশিত কবিতা সংকলন: 'একক অন্ধকার বিষয়ক উপপাদ্যা' ('A Theorem on Isolated Darkness'), 'অন্ধকারের নাও', 'নৈঃশব্দ্যক হে, হে আনন্দ!' ('Oh the Silence, Oh the Joy!')। সম্পাদিত বই: 'প্রেমের গদ্যঅ, প্রেমের পদ্য!'।সম্পাদিত কবিতা সাময়িকী: 'নকশিকথা'। সম্মাননা: 'কবি বাসুদেব দেব সংসদ সম্মান', 'দৌড় সম্মান', 'লিপিকা সাহিত্য পুরস্কার'। বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে তাঁর কবিতা।


আনন্দরূপ নায়েক, Anandarup Nayek, Midnapore