মুজাফ্ফরপুর, বোমা, ক্ষুদিরাম, खुदीराम, मुजफ्फरपुर, बम, Khudiram, bomb, Muzaffarpur, স্বাধীনতা, আন্দোলন, প্রভাব, Impact, Sacrifice, freedom, struggle, स्वतंत्रता, संग्राम, बलिदान, प्रभाव, भारत

১১৭ বছর পরে ক্ষুদিরামের পথে ৫০ কিমি দৌড়: মুজাফ্ফরপুর থেকে পুসা রোড


50 km run on Khudiram's path after 117 years: Muzaffarpur to Pusa road

117 साल बाद खुदीराम के रास्ते पर 50 किलोमीटर की दौड़: मुजफ्फरपुर से पूसा रोड


আনন্দরূপ নায়েক।




২০১৬ সালে বলিউডে তৈরি হচ্ছিল ক্ষুদিরাম বসু সম্পর্কিত একটি হিন্দি বায়োপিক 'ম্যায় ক্ষুদিরাম বোস হুঁ'। সিনেমাটির সংলাপ লেখকের অনুরোধে ক্ষুদিরাম সম্পর্কিত কিছু তথ্য সংগ্রহ করতে গিয়ে অরিন্দম অনুভব করেছিলেন যে, কোনও বইতেই তাঁর সম্পর্কে সম্পূর্ণ তথ্য নেই এবং যা আছে তার মধ্যে অনেক তথ্য বিভ্রান্তিকর। সেই চিন্তা থেকেই অরিন্দমের মনে ইচ্ছে জাগে ক্ষুদিরামকে নিয়ে বই লেখার। ক্ষুদিরামের শহর মেদিনীপুরেই বড় হয়েছেন অরিন্দম ভৌমিক। সেই ক্ষুদিরামকে নিয়ে গবেষণা করতে গিয়ে জানতে পেরেছিলেন যে ফাঁসির আগে ক্ষুদিরামের শেষ ইচ্ছেগুলো অপূর্ণ রয়ে গিয়েছে। সেই শেষ ইচ্ছেগুলি পূরণ করতে ২০১৮ সালের ১১ আগষ্ট অরিন্দম পৌঁছে গিয়েছিলেন মুজাফ্ফরপুর। সঙ্গে নিয়ে গিয়েছিলেন মেদিনীপুরের মাটি, সিদ্ধেশ্বরী কালীমায়ের চরণামৃত ইত্যাদি। মেদিনীপুর ফিরে আসার সময় সঙ্গে এনেছিলেন চিতাভূমির মাটি এবং গণ্ডক নদীর জল। সেই জল ও মাটি দিয়ে মেদিনীপুর জেলায় শুরু করেছিলেন বৃক্ষরোপন অভিযান, নাম দিয়েছিলেন 'সবুজ ক্ষুদিরাম'। ২০১৮ সালেই প্রকাশিত হয় অরিন্দম ভৌমিকের বাংলা ভাষায় লেখা বই 'কে ক্ষুদিরাম?'। ২০১৯ সালের ১১ আগষ্ট তিনি আবার পৌঁছে গিয়েছিলেন মুজাফ্ফরপুর। সঙ্গে নিয়ে গিয়েছিলেন ক্ষুদিরামের নাতি সুব্রত রায়কে। সুব্রত রায় হলেন ক্ষুদিরামের দিদি অপরূপা দেবীর নাতি। প্রত্যেক বছর মেদিনীপুর শহরে ক্ষুদিরামের জন্মভিটায় যথাযোগ্য মর্যাদা ও আন্তরিকতায় ক্ষুদিরামের জন্মদিন পালন করেন অরিন্দম।


বহু দিন থেকেই অরিন্দমের মনের মধ্যে একটি ইচ্ছে ছিল যে, ক্ষুদিরাম বোমা ছোঁড়ার পরে যেভাবে সারা রাত দৌড়ে মুজাফ্ফরপুর থেকে পুসা স্টেশন পর্যন্ত গিয়েছিলেন, ঠিক সেইভাবেই তিনিও দৌড়োতে চান। সেই ইচ্ছে পূরণ করতে এই বছর অরিন্দম ৯ আগস্ট মুজাফ্ফরপুরের 'শহিদ ক্ষুদিরাম স্মারক স্থল' থেকে দৌড়ে পুসা রোড পর্যন্ত যাবেন। অরিন্দম রেলওয়ে ট্র্যাক দিয়েই যেতে চেয়েছিলেন। কিন্তু রেলওয়ে এর অনুমতি দেবেনা বলেই তিনি রাস্তা দিয়ে এই পথ অতিক্রম করবেন ঠিক করেছেন। রেলওয়ে ট্র্যাক দিয়ে দূরত্ব ৪২ কিলোমিটার, কিন্তু অরিন্দমকে দৌড়োতে হবে ৫০ কিলোমিটার বা একটু বেশি। কারণ অরিন্দম মুজাফ্ফরপুর এবং পুসা স্টেশনের মধ্যে যে ৬ টি স্টেশন রয়েছে সেই সমস্ত স্টেশনেই যাবেন। অর্থাৎ রাস্তা দিয়ে স্টেশনে যাবেন এবং আবার পরের স্টেশনে যাওয়ার জন্য রাস্তা ধরবেন। এই আগষ্ট মাসেই অরিন্দমের বয়স ৫০ বছর পূর্ণ হবে। তাই এই ৫০ কিলোমিটার দৌড় নিয়ে তিনি খুবই উত্তেজিত।


মুজাফ্ফরপুর, বোমা, ক্ষুদিরাম, खुदीराम, मुजफ्फरपुर, बम, Khudiram, bomb, Muzaffarpur, স্বাধীনতা, আন্দোলন, প্রভাব, Impact, Sacrifice, freedom, struggle, स्वतंत्रता, संग्राम, बलिदान, प्रभाव, भारत
Khudiram Bose Pusa Railway Station

এই দৌড়ের উদ্দেশ্য হবে শহীদ ক্ষুদিরামের আদর্শে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করা, ড্রাগকে না বলা এবং বৃক্ষরোপন করা। ক্ষুদিরাম শুধুই স্বাধীনতা সংগ্রামী ছিলেন না। ছোটবেলা থেকেই ক্ষুদিরাম সমাজসেবামূলক কাজে এগিয়ে যেতেন। বন্যার সময় বন্যাকবলিত গ্রামে ঝাঁপিয়ে পড়তেন। মহামারীর সময় অসুস্থ মানুষের সেবা করতেন। মুজাফ্ফরপুর থেকে পুসা রোড স্টেশনের মধ্যে ৬ টি স্টেশন পড়বে। প্রত্যেকটি স্টেশনেই ক্ষুদিরামের জন্মভিটা থেকে আনা মাটি ও সিদ্ধেশ্বরী কালী মায়ের চরণামৃত দিয়ে বৃক্ষরোপন করবেন অরিন্দম।


যে স্টেশনগুলোতে বৃক্ষরোপন করা হবে সেগুলি হল -


নারায়ণপুর অনন্ত (Narayanpur Anant), সিলৌত (Silout), সিহো (Siho), ঢোলী (Dholi), দুবহা (Dubaha), বিষ্ণুপুর বথুয়া হল্ট (Vishnupur Bathua Halt), ক্ষুদিরাম বোস পুসা (Khudiram Bose Pusa)।


মুজাফ্ফরপুর, বোমা, ক্ষুদিরাম, खुदीराम, मुजफ्फरपुर, बम, Khudiram, bomb, Muzaffarpur, স্বাধীনতা, আন্দোলন, প্রভাব, Impact, Sacrifice, freedom, struggle, स्वतंत्रता, संग्राम, बलिदान, प्रभाव, भारत

সোহনলাল আজাদ ২০১৯ সালে ক্ষুদিরামের জন্মদিন উপলক্ষে সাইকেলে মেদিনীপুর গিয়েছিলেন। সোহনলাল সাইকেলে অরিন্দমের সঙ্গে যাবেন। মুজাফ্ফরপুরের অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা সমাহর্তা (ADM) ডঃ রঙ্গনাথ দিবাকর নিজের গাড়িতে অরিন্দমের সঙ্গে যাবেন। প্রয়োজনীয় জিনিসপত্র, জল, গাছের চারা ইত্যাদি ওঁর গাড়িতেই থাকবে।


মুজাফ্ফরপুর, বোমা, ক্ষুদিরাম, खुदीराम, मुजफ्फरपुर, बम, Khudiram, bomb, Muzaffarpur, স্বাধীনতা, আন্দোলন, প্রভাব, Impact, Sacrifice, freedom, struggle, स्वतंत्रता, संग्राम, बलिदान, प्रभाव, भारत

অরিন্দম ইতিমধ্যেই তাঁর এই পরিকল্পনার কথা মুজাফ্ফরপুর ও সমস্তিপুরের জেলাশাসককে জানিয়েছেন। এছাড়াও সোনপুরের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (DRM) এবং শহীদ ক্ষুদিরাম বোস কেন্দ্রীয় সংশোধনাগারের (Shahid Khudiram Bose Central Jail) সুপারিন্টেন্ডেন্টকেও জানিয়েছেন।




মুজাফ্ফরপুর, বোমা, ক্ষুদিরাম, खुदीराम, मुजफ्फरपुर, बम, Khudiram, bomb, Muzaffarpur, স্বাধীনতা, আন্দোলন, প্রভাব, Impact, Sacrifice, freedom, struggle, स्वतंत्रता, संग्राम, बलिदान, प्रभाव, भारत



১১ আগষ্ট ক্ষুদিরামের বলিদান দিবসে প্রকাশিত হবে বহু প্রতীক্ষিত হিন্দি ভাষায় লেখা 'কৌন ক্ষুদিরাম' বই। অরিন্দম ভৌমিকের লেখা এই বইতে রয়েছে ক্ষুদিরাম সম্পর্কিত বহু অজানা তথ্য। থাকবে অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। ছোটদের জন্য আলাদাভাবে ক্ষুদিরামকে নিয়ে কমিকস রয়েছে। চিঠিপত্র, সেই সময়ে সংবাদপত্রে প্রকাশিত খবর ইত্যাদি। ২০০ টির বেশি রঙিন ও শাদাকালো ছবি রয়েছে বইতে। অরিন্দম বললেন- "এটিকে বই না বলে ক্ষুদিরামের বোমা বলাই ভালো। কারণ, এর ভেতরে রয়েছে বারুদ"। অরিন্দম জানান যে, "এই বইটি বাংলা ও হিন্দিতে করা হল, এর পরে ইংরেজি এবং ভারতের অন্যান্য ভাষাতেও প্রকাশিত হবে"।




M E D I N I K A T H A J O U R N A L

Edited by Arindam Bhowmik

Published on 04.08.2025





নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান।