সুতনু ঘোষ । জন্ম ১৬ ই জুন , সাল ১৯৯৫ , পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শহরে । খড়্গপুরের ইন্দা কৃষ্ণলাল শিক্ষা নিকেতন থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে কন্টাই পলিটেকনিক কলেজ থেকে ডিপ্লোমা ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেন । কৈশোর থেকেই নদীয়ার "পল্লীবীক্ষণ " ত্রৈমাসিক পত্রিকা ও কলকাতার নানা পত্র পত্রিকায় নিয়মিত লেখালেখি করতেন । বর্তমানে একটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ইতিহাস , ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ক বিভিন্ন তথ্য তুলে ধরেন । এগুলির সাথে সাথে ছবি আঁকা , গান করা , মহাকাশ বিজ্ঞান চর্চা করেন । বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের অন্তর্গত বড়া গ্রামের বাসিন্দা ।