দীপঙ্কর দাস - জন্ম ১৯৪৭ সালে, পেশাঃ আইন, নেশাঃ বই পড়া-বই বাঁধানো-স্কাপবুক, গাছ পোষা। লেখালিখিঃ আঞ্চলিক ইতিহাস, সামাজিক নৃতত্ব নন্দনতত্ব, দর্শন, আইন, আর্থ-রাজনৈতিক প্রসঙ্গ, গল্প, কবিতা, ছোটোদের ফ্যান্টাসি। প্রকাশিত পুস্তকঃ ১) চুয়াড় বিদ্রোহ, ইতিহাস ও নৃতাত্তিক পরিচিতি ২) লৌকিক দেব-দেবী, নৈবেদ্য, পূজাচার (সর্ব বঙ্গীয় দেব-দেবী) ৩) গৌড় সারঙ (সর্ব বঙ্গীয় লোকসাহিত্য, লোকসংগীত, লোকনাট্য, লোকশিল্প, লোকককীড়া, হস্তশিল্প, রন্ধন প্রণালী) ৪) আমোদিত বাতায়ন (বহুমাত্রিক রম্য রচনা) ৫) পরীর সঙ্গে পরিচয় (ছোটোদের জন্যে লেখা ফ্যান্টাসি) ৬) বাস রাস্তার ধারে (কাব্যগ্রন্থ) ৭) বাঙলা প্রকাশনার ইতিহাস ও শ্রীপদ বৃদ্ধি (যন্ত্রস্থ) ৮) গৌড়ীয় বৈষ্ণব ধর্ম উদ্ভব-বিকাশ-অধ্ঃপতন (যন্ত্রস্থ)। দীপঙ্কর বাবু মিডনাপুর-ডট-ইন এর সম্মানীও সদস্য এবং আইন বিষয়ক উপদেষ্টা।