তোমাকে নিয়ে লিখতে লিখতে অনেক গুলো দিন পেরিয়ে এলাম। আমার লেখা ও প্রায় অন্তিম লগ্নে। আগামীকাল আমার এই স্মৃতি চারণের শেষ পর্ব।এই পথ চলায় পাশে পেয়েছি অনেক শুভানুধ্যায়ীদের । ওনাদের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা আমার জীবনের পরম পাওয়া। ওনাদের অকুণ্ঠ সমর্থন আমাকে পরবর্তী লেখায় প্রেরণা যোগাবে।
তোমার জীবনের এক উজ্জ্বল অধ্যায় হল তোমার রাজনৈতিক জীবন। আগে ও বলেছি, কলেজ জীবনের পর থেকে আমি রাজনীতি থেকে অনেক দূরে অবস্থান করি। তবু এটুকু না বললে তুমি অসম্পূর্ণ।
চন্দ্রকোনার মুকুটহীন সম্রাট শ্রী সত্য ঘোষাল এর স্মৃতিচারণায় দৌহিত্রী।
বাঁকুড়া খ্রীষ্টান কলেজে পড়াকালীন ই তোমার রাজনৈতিক জীবনের দীক্ষা। বাঁকুড়া জেলার কমিউনিস্ট পার্টির সম্পাদক শ্রী উদয় ভানু ঘোষের হাত ধরে। সেই বিপ্লবের আদর্শ বয়ে নিয়ে বেড়িয়েছো তোমার জীবন জুড়ে । বিপ্লব যে মুক্তি আনে তা সম্পূর্ণ রূপে সত্য। শিক্ষাই একমাত্র মানুষের মধ্যে চেতনা আনতে পারে, সেইজন্য তোমার লড়াই জীবন জুড়ে। কি করলে কি হতো, কী পেয়েছো কি পাওনি সে ভাবনা সমাজের।
অবিভক্ত কমিউনিস্ট পার্টির একজন উজ্জ্বল নক্ষত্র তুমি। সেই সময়ের CPI এর ... মধ্যে যে দুটো ভাবনা কাজ করে ছিল, অর্থাৎ, জাতীয় কংগ্রেস কে সাথে নিয়ে মানুষের জন্য বিপ্লব, নাকি জাতীয় কংগ্রেসের বিরোধী তা করে মানুষের জন্য বিপ্লব সেই নিয়ে ই মূলতঃ ভাঙন ছিল পার্টিতে।
এ ভাঙনে তোমার হৃদয় ভেঙেছিল জানি। তবু সেই সময়ের সিদ্ধান্ত অনুযায়ী কমরেড এস . এ . ডাঙগে , অজয় ঘোষ , এস . বি . ঘাটে যে মত প্রকাশ করেছিলেন অর্থাৎ জাতীয় কংগ্রেস কে সাথে নিয়ে পথ চলা সেই পথ ই তুমি ধরেছিলে !
জাতীয় কংগ্রেসের সাথে CPI একজোটে নির্বাচনে লড়াই করে ১৯৭২ সালের জয়লাভ করে চন্দ্রকোণার MLA নির্বাচিত হয়েছিলে। সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন শ্রী সিদ্ধার্থ শংকর রায়। সেই সময়েও বিধান সভায় তোমার বেশ কিছু বক্তব্য গোটা দেশের নজর কেড়েছে। ঐ সময়ে প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী র জরুরি অবস্থা ঘোষণা র পক্ষে তোমার সেই বক্তব্য আজো অল ইন্ডিয়া রেডিও তে সুরক্ষিত আছে।
তোমার আদর্শ যা তুমি বয়ে বেড়িয়েছো জীবন জুড়ে সেই লক্ষ্যে ই অবিচল থেকেছো , লিখেছো , 'হিন্দুরাষ্ট্র , সাম্প্রদায়িকতা , ও মৌলবাদ ". হিন্দু সাম্প্রদায়িকতাবাদীরা হিন্দ রাষ্ট্র গঠনের জন্য যে লড়াই করছে, অন্য দিকে ধর্মীয় মৌলবাদের সাথে যে রাজনৈতিক মৌলবাদ মাথাচাড়া দিয়ে উঠছে দিন দিন, সে নিয়ে সতর্কতা বাণী তখন ই দিয়েছিলে তুমি....
ইতিহাস তোমার প্রাণের বিষয়। ইতিহাসের শিক্ষা তোমার জীবন জুড়ে। একসময় দাঁতনের পার্শ্ববর্তী জায়গা, আজ যেখানে মোগল মারি বৌদ্ধবিহারের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে, সেই জায়গাটি যে একসময় "সখী সোনার পাঠশালা "নামে বিখ্যাত ছিল, এবং সেখানে র সেই ইতিহাস ও তোমার কাছেই শোনা। সত্যি ই জ্ঞান আহরণে তুমি অতুলনীয় !